সুবোধ মেমোরিয়াল চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন বর্ধমানের মিলনী

Souris  Dey

Souris Dey

এম কৃষ্ণা : বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা দ্বারা পরিচালিত সুবোধ মেমোরিয়াল চ্যালেঞ্জ ফুটবল চ্যাম্পিয়নশিপে সেরার শিরোপা ছিনিয়ে নিলো মিলনী ৷ রবিবার বর্ধমান রাধারানী স্টেডিয়ামে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলায় উদয়ন সংঘ গলসী কে ট্রাইবেকারে ৫ – ৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মিলনী। উত্তেজনাপূর্ণ ফাইনালের প্রথম অর্ধের খেলায় দুই দলই একটি করে গোল করে ম্যাচ সমতা বজায় রাখে৷ উদয়নের হয়ে গোল করেন সেখ খেলন ৷ পরে মিলনীর কাশিনাথ মুর্মু গোল করে ম্যাচে নিজেদের অনুকূলে সমতা ফিরিয়ে আনে৷ অবশেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে কোন গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে ৷ ট্রাইব্রেকারে মিলনী ৫-৩  ব্যবধানে উদয়ন সংঘ গলসি কে পরাজিত করে প্রতিযোগিতার সেরার শিরোপা ছিনিয়ে নেয় ৷ ম্যাচের সেরা হয়েছে মিলনীর দীপ বাগ, সেরা গোলরক্ষক মনোনীত হয় মিলনীর অমিত কুমার দাস ও সেরা স্ট্রাইকার হয় মিলনীর জীতেন মুর্মু ৷ 

বিজ্ঞাপন

প্রসঙ্গত ২২ জুলাই থেকে ৮ টি দলকে নিয়ে বর্ধমানে শুরু হয়েছিলো এই ফুটবল চ্যাম্পিয়নশিপ ৷ টিমগুলি হলো যথাক্রমে
পুলিশ এথলেটিক ক্লাব, সি ওয়াই এস, জাতীয় সংঘ, কল্যান স্মৃতি সংঘ, মিলনী, চৌরঙ্গী ক্লাব, তরুন স্পোটিং ক্লাব এবং উদয়ন সংঘ গলসী ৷ প্রথম খেলায় পুলিশ এথলেটিক ক্লাব প্রতিপক্ষ সিওয়াইএস – কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় ৷ সেমিফাইনালে মিলনীর কাছে পুলিশ এথলেটিক ক্লাব ৪-০ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ৷ প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে কল্যান স্মৃতি সংঘ কে ট্রাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারায় গলসী উদয়ন সংঘ ৷ এছাড়াও গলসী উদয়ন সংঘ তাদের প্রথম খেলায় তরুন স্পোটিং ক্লাবকে ৩-২ হারিয়ে চমক দেয় ৷

অন্যদিকে মিলনী তাদের প্রথম খেলায় চৌরঙ্গীকে ৩-০ ব্যবধানে হারায় ৷ আর রবিবারের ফাইনালে অবশেষে মিলনী চ্যাম্পিয়ানের শিরপা ছিনিয়ে নেয় উদয়ন সংঘ গলসী কে হারিয়ে ৷ তবে একটা কথা পরিস্কার, এবারের এই প্রতিযোগিতায় তথাকথিত শহরের বড় দলগুলোর সঙ্গে মুখোমুখি লড়াই করে ফাইনালে উঠে এলো মিলনী এবং উদয়ন সংঘ গলসী ৷ দুবছর পর সংগঠিত হওয়া এই ফুটবল প্রতিযোগিতাকে কার্যত বর্ধমানের ফুটবল প্রেমীরা ভালো ভাবেই উপভোগ করলেন বলেই এদিন দর্শকদের অনেকেই জানিয়েছেন। এদিন ফাইনাল খেলা উপলক্ষে মাঠে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার তরুন দে সহ বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার প্রায় সমস্ত কর্তারা৷

আরো পড়ুন