---Advertisement---

জেলায় টিনএজ প্রেগনেন্সি বাড়ছে, উদ্বেগ প্রকাশ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: প্রগ্রেসিভ নার্সিংহোম ও হসপিটাল অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার ৭ম জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাম্প্রতিক সময়ে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মহিলাদের গর্ভবতী (teen age pregnancy ) হওয়ার ঘটনা বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম। পাশাপাশি নাবালিকা বিয়ে ও সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব নিয়েও চিন্তা ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই অবস্থা রোধে আরো সক্রিয় হওয়ার ব্যাপারে আবেদন জানান তিনি।

বিজ্ঞাপন

এরই পাশাপাশি বর্ধমান শহরে রোগীর তুলনায় নার্সিংহোমের সংখ্যা যে প্রতিদিন বেড়ে চলেছে তারও উল্লেখ করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। যদিও স্বাস্থ্য সাথী নিয়ে একাধিক নার্সিংহোমের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং রোগী ভর্তির ক্ষেত্রে দালাল রাজের প্রশ্নে সিএমওএইচ বলেন, ‘ নির্দিষ্ট অভিযোগ আসলে সেই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সংক্রান্ত কোন অভিযোগ দপ্তরে আসেনি।

এদিন বর্ধমানের তিনকোনিয়া এলাকায় একটি সভাগৃহে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ সুবর্ণ গোস্বামী, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলী গুপ্ত তা প্রমুখ। অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান শেখ আলহাজউদ্দিন বলেন,’ ২০১৭সালে বর্ধমানের বেসরকারি চিকিৎসা ক্ষেত্রের যে পরিকাঠামো ছিল ২০২৩ এ তার আমূল পরিবর্তন ঘটেছে। এখন চিকিৎসা নিয়ে অভিযোগ প্রায় নেই। চিকিৎসা ব্যবস্থা নানান সুযোগ সুবিধা এখন বর্ধমানেই পাওয়া যায়।

তবে একশো শতাংশ ব্যবসায়ীই যে সৎ ভাবে ব্যবসা করছে সেটা নাও হতে পারে। অল্প সময়ে অধিক মুনাফা লাভের আশায় কেউ কেউ অনিয়ম করে থাকতে পারে। অ্যাসোসিয়েশন এইসমস্ত বিষয়কে প্রশ্রয় দেয় না। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সে ব্যাপারে পদক্ষেপ করি। সারাবছর আমরা কতটা ভাল পরিষেবা দিতে পারলাম, কোথায় খামতি থেকে গেল, রাজনৈতিক, প্রশাসনিক বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করার জন্যই এই সম্মেলন এর আয়োজন করা হয়েছে।’

See also  জামালপুরে হনুমানের আক্রমণে একমাসে আহত প্রায় ৩০জন গ্রামবাসী, এখনো অধরা হনু, ক্ষোভ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---