---Advertisement---

বাড়ি খালি থাকার সুযোগে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য মাধবডিহি তে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়িতে রাখা লক্ষাধিক টাকা ও সোনা গহনা নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা। ভয়াবহ এই চুরির ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার উচালন গ্রামে। উচালন গ্রামে ব্রাহ্মণপাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে এইভাবে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গেছে, বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা মহিলা পূর্ণিমা যশ। ডাক্তার দেখাতে যাওয়ার জন্য এদিন মেয়ের বাড়িতে ছিলেন তিনি। আজ রবিবার সকালে মেয়ের সঙ্গে বর্ধমানের ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তার। এদিন সকালে পাড়া-প্রতিবেশীর কাছ থেকে ফোনে খবর আসে যে বাড়িতে চুরি হয়েছে।

বিজ্ঞাপন

চাবি, তালা ভেঙে আলমারির লকার ভেঙ্গে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পাশাপাশি রীতিমতো বাড়িতে লন্ডভন্ড চালিয়ে গিয়েছে দুষ্কৃতীর দল। এই খবর পাওয়ার পরই মাকে নিয়ে বাপের বাড়িতে ছুটে আসেন তার ছোট মেয়ে কাবেরী দলুই। তিনি জানিয়েছেন তার মায়ের টাকা জমানোর নেশা ছিল। তিনি টাকা জমিয়ে রাখতে পছন্দ করতেন। সেই জমিয়ে রাখা টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। প্রায় ৫ লাখ টাকা ছিল আলমারিতে। এছাড়াও সাত থেকে আট ভরি মত সোনার গহনা ছিল আলমারিতে। তাও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ পরিবারের।

বাড়ির দলিল থেকে শুরু করে সমস্ত জিনিস তছনছ করে রেখে দিয়ে গেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। চুরির ঘটনার খবর দেয়া হয় মাধবডিহি থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। এরপর থানায় লিখিত অভিযোগ করাবার প্রস্তুতি নিচ্ছেন বাড়ির ছোট মেয়ে কাবেরী দলুই বলে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই জনবহুল এলাকায় এমন চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে।

See also  মেমারির বড়পলাসনে শতাধিক গাছ কেটে পাচার করার অভিযোগ, বন দপ্তরের অভিযানে উদ্ধার প্রচুর গাছের গুড়ি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---