আবারো ভয়াবহ রেল দূর্ঘটনা, বাঁকুড়ার ওন্দায় এক‌ই লাইনে দুটি মালগাড়ি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার আতঙ্ক এখনো সাধারণ মানুষের মধ্যে তাজা। মাস ঘুরতে না ঘুরতেই সেই আতঙ্ক আবারো একবার মনে পড়িয়ে দিল বাঁকুড়ার ওন্দা। শনিবার রাত ৩টে ৫০নাগাদ আবারো ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গেল ওন্দা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। এক‌ই রেল লাইনে দুটি মালগাড়ি ঢুকে পড়ল। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে এসে সজোরে ধাক্কা মারলো আরও একটি মালগাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র মারফত জানতে পারা যায়, ওন্দা স্টেশনে ঢোকার আগে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। সেই সময় বাঁকুড়ার দিক থেকে অপর একটি মালগাড়ি এসে পেছনদিক থেকে সজোরে ধাক্কা মারে রেল লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিকে। মুহূর্তের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। বিকট আওয়াজে আতঙ্কও ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। ঘটনায় বেশ সাত আটটি বগি লাইনচ্যুত হয়। মালগাড়ি চালক আহত হয়েছেন বলেও স্থানীয় বাসিন্দাদের অনেকে জনিয়েছেন।

স্বাভাবিকভাবেই বারবার ট্রেন দুর্ঘটনা সামনে আসার ফলে রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক্ষেত্রেও রেলের সিগন্যালিং ব্যবস্থায় গলদের প্রসঙ্গ সামনে এসেছে। তবে দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছেছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে রেল সূত্রে খবর।

আরো পড়ুন