নতুন বছরের শুরুতেই বর্ধমানে চালু হতে চলেছে টার্শিয়ারি ক্যানসার কেয়ার সেন্টার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হতে চলেছে টার্শিয়ারি ক্যানসার কেয়ার সেন্টার। আগামী ইংরেজি বছরের প্রথম দিকেই এই সেন্টারের পথচলা শুরু হয়ে যাবে বলেই মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক বলেন, “ক্যানসার সেন্টারটি ১ ফেব্রুয়ারি উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে স্বাস্থ্য দফতরের একটি রিভিউ মিটিং করেন। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীকে টার্শিয়ারি ক্যানসার কেয়ার সেন্টারের উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এরই পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব যাতে গড়া হয় সেই বিষয়েও আবেদন জানিয়েছি। উনি স্বাস্থ্য সচিব নারায়ণ সরূপ নিগমকে বিষয়টি দেখতে বলেছেন।”

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের নার্সিং কলেজের পিছন দিকে বাবুরবাগ এলাকায় ইতিমধ্যেই এই ক্যানসার সেন্টারের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। অত্যাধুনিক এই ক্যানসার চিকিৎসার কেন্দ্র গড়তে প্রায় ৭৫ কোটি টাকা খরচ হচ্ছে। কয়েকবছর আগেই এই স্বয়ংসম্পূর্ণ ক্যানসার হাসপাতাল গড়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হলেও করোনার কারণে সেই কাজ থমকে যায়। ফের এই হাসপাতাল গড়ার কাজ পুরোদমে শুরু হয়েছে।

এই ক্যানসার সেন্টারের কাজ সম্পূর্ণ হয়ে গেলে রোগীদের আর কলকাতা ছুটতে হবে না উন্নত চিকিৎসার প্রয়োজনে। বরং বাইরে থেকেও ক্যানসার আক্রান্ত রোগীরা এখানে এসে চিকিৎসা পরিষেবা পাবেন। এই কেন্দ্রে ক্যানসার চিকিৎসার জন্য টেলিকোবাল্ট, ব্রেকিথেরাপি, লিনিয়ার অ্যাক্সিলিরেটর, সিটি স্টিমুলেটরের মত অত্যাধুনিক যন্ত্রপাতি থাকবে বলেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

আরো পড়ুন