ফোকাস বেঙ্গল ডেস্ক, কালনা: বাইক চুরির অভিযোগে অভিযুক্ত এক আসামি কালনা মহকুমা হসপিটালের বাথরুম থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও হয়ে গেলো। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি এদিন মঙ্গলবার আনুমানিক বেলা দেড়টা নাগাদ ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জানা গিয়েছে পলাতক আসামির নাম সুজয় মল্লিক। তার বাড়ি তালবোনা এলাকায়।
বাইক চুরির কেসে অভিযুক্ত ছিল সে। আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল তাকে। এরমধ্যে শারীরিক অসুস্থতা থাকায় তাকে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করা হয়। আর এরপরই এদিন হাসপাতালেই বাথরুম যাবার নাম করে গিয়ে সেখান থেকে উধাও হয়ে যায় ওই আসামি। পুলিশ বিষয়টি বুঝে ওঠার পরই তৎপরতা শুরু হয়। পলাতক আসামিকে ধরার জন্য চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।