---Advertisement---

লেকটাউন এলাকা থেকে পাঁচ লক্ষ নগদ সহ বিপুল পরিমাণ গহনা চুরি করে পালিয়ে যাবার আগেই মেমারি থানার পুলিশের হাতে পাকড়াও অভিযুক্ত, উদ্ধার চুরির সামগ্রী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: কলকাতার লেকটাউন থানা এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা, গহনা চুরি করে বিহারের মুজাফফরপুর এলাকার এক দুষ্কৃতি বর্ধমানের উপর দিয়ে পালিয়ে যাবার আগেই পুলিশি তথ্যের ভিত্তিতে মেমারি থানার পুলিশের তৎপরতায় গাড়ি আটকে দুষ্কৃতিকে গ্রেফতার করলো। তল্লাশিতে ধৃত দুষ্কৃতির হেফাজত থেকে চুরি যাওয়া ৪ লক্ষ টাকা নগদ, প্রায় ১০০ গ্রাম সোনা, রূপার গহনার সম্পূর্ণ সেট এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় লেকটাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) এর কাছ থেকে মেমারি থানার কাছে খবর আসে যে একজন উবার চালক একটি বাড়ি থেকে ৫ লক্ষ টাকা নগদ, সোনা ও রূপার গহনা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিস চুরি করে তার উবার গাড়ি নিয়ে বর্ধমানের দিকে পালিয়েছে। লেকটাউন থানায় ৮.২.২০২৫ তারিখে ৩৭/২৫ নম্বর মামলা দায়ের করা হয়েছে, ধারা ৩৩১(৪)/৩০৫ বিএনএ। মেমারি থানার পুলিশ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নির্দেশে এএসআই চয়ন সামন্ত এবং তার টিম ১৯নম্বর জাতীয় সড়কের পালসিটে গাড়িটি (WB04H1483) আটকান।

এরপরই পুলিশ অভিযুক্ত চালক দিলীপ মাহাতো (৩০ বছর), বাড়ি ওয়ার্ড নং ১১, রতোয়ারা, বিন্দওয়ারা, দেওরিয়া, থানা কাত্রা, মুজাফফরপুর, বিহারের বাসিন্দা, তাকে আটক করেন। আসামীর কাছে তল্লাশিতে ৪ লক্ষ টাকা নগদ, প্রায় ১০০ গ্রাম সোনা, রূপার গহনার সম্পূর্ণ সেট এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে। মেমারি থানার পক্ষ থেকে অবিলম্বে সমস্ত বিষয় লেকটাউন থানাকে জানানো হয়। ঘটনার তদন্তকারী অফিসার এসআই তাপস রায় মেমারি থানায় ধৃতকে নিয়ে থানায় আসেন। এরই মধ্যে লেকটাউন থানার পুলিশ অধিকারীকরা মেমারি থানায় এসে পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া সমস্ত জিনিস লেকটাউন পিএস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ধৃতকেও হস্তান্তর করে দেওয়া হয়েছে তাদের হাতে বলে মেমারি পুলিশ জানিয়েছে। 

See also  গলসিতে পুলিশের বাজেয়াপ্ত করা অবৈধ মজুদ বালি রাতের অন্ধকারে লুঠের অভিযোগ, আটক গাড়ি, গ্রেফতার দুই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---