বর্ধমানে দেরি করে আসায় কেন্দ্রীয় মন্ত্রীর মিটিংয়ে ঢুকতেই পারলেন না বীরভূমের বিজেপি সভাপতি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: চারটি লোকসভা কেন্দ্রের সভাপতিদের নিয়ে বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির গুরুত্বপূর্ন মিটিংয়ে দেরি করে আসায় সভায় ঢুকতেই পারলেন না বীরভূমের বিজেপির সভাপতি ধ্রুব সাহা। কার্যত মিটিং চলাকালীন মিটিং কক্ষের বাইরেই বসে থাকতে হলো বীরভূমের সভাপতি কে। স্বাভাবিকভাবেই এই নিয়ে দলের অন্দরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও ধ্রুব সাহা কে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ বিজেপি শৃংখলাবদ্ধ দল। এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। আমাদের একটাই লক্ষ্য তৃণমূল মুক্ত বাংলা। বিজেপি ই জিতবে। মোদী জি ইতিমধ্যেই রাজ্যের ৪২টি আসনে জেতার জন্য বার্তা দিয়েছেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য মঙ্গলবার বর্ধমানে সাংগঠনিক মিটিং করতে আসেন নারী ও শিশু উন্নয়ন ও সংখ্যালঘু দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। উল্লাস থেকে বিজেপির সদর কার্যালয় পর্যন্ত মিছিল করে আসে দলীয় কর্মীরা। এরপর মিটিং শুরু হতেই দেখা যায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সভাপতি অভিজিৎ তা সহ বোলপুর ও বীরভূমের অন্যান্য নেতৃবৃন্দ হাজির থাকলেও বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা উপস্থিত ছিলেন না। মিটিং শুরুর বেশ কিছুক্ষণ পর ধ্রুব সাহা এসে পৌঁছান। এরপর তিনি মিটিং কক্ষে ঢুকতে গেলে তাঁকে জানানো হয় স্মৃতি ইরানি আর কাউকেই প্রবেশ করতে বারণ করেছেন। ফলে মিটিং চলাকালীন সারাক্ষণ বাইরেই বসে থাকতে হয় ধ্রুব সাহা কে। এই ঘটনায় শোরগোল পড়েছে দলের অন্দরে।

আরো পড়ুন