ক্রাইম

দামোদর নদের জল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দামোদরের জলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার কে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়াল রায়না থানার জামনা এলাকায়। যদিও দামোদর নদের যে অংশে দেহ টি পড়ে থাকতে দেখা গেছে সেই জায়গা টি বর্ধমান থানার অন্তর্গত বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এদিন সকালে নদীতে মাছ ধরার সময় স্থানীয় মানুষ দেখতে পায় জলের মধ্যে উবুর হয়ে একটি ফুলেফেঁপে যাওয়া দেহ পরে রয়েছে। মৃতদেহের পরনে একটি গেঞ্জি ও বারমুডা পায়ে চটি ছিল। বেশ কয়েকদিন জলে থাকার জন্য দেহটি ফুলে গেছে বলে অনুমান। অন্যদিকে স্থানীয়দের অনেকের অনুমান ওই ব্যক্তি কে খুন করে ফেলে দেওয়া হতে পারে।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে রায়না থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যে জায়গায় দেহ টি পড়ে থাকতে দেখে সেটি বর্ধমান থানার অন্তর্গত বলে জানায়। এরপর বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হচ্ছে। পাশাপাশি দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ জানতে পারা যাবে।

স্থানীয় বাসিন্দা বাপ্পাদিত্য দাস বলেন, ‘ এর আগেও এই জায়গায় এক মহিলার গলা কেটে ফেলে রেখে দিয়েছিল কেউ বা কারা। আজ ফের একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। এই ব্যক্তির ঘাড়ের কাছে আঘাতের চিন্হ ছিল। তাই অনুমান এই ব্যক্তিকেও খুন করে ফেলে দেওয়া হয়েছে। বারবার এই একই জায়গায় এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই জামনা এলাকার মানুষ আতঙ্কিত বোধ করছেন। পুলিশ প্রশাসনের উচিত এই এলাকায় দামদরে আরো নজরদারি বাড়ানো।

Recent Posts