বর্ধমানের নবাবহাটে সদ্যজাতের দেহ উদ্ধার, নজরে স্থানীয় একাধিক নার্সিংহোম

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার সকাল হতেই এক নারকীয় ঘটনার মুখোমুখি হল বর্ধমানের নবাবহাট এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন একটি প্লাস্টিকে মোড়া অবস্থায় এক সদ্যজাতের দেহ কুকুরে টানাটানি করছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, সদ্যজাত শিশুটি বয়স মাত্র একদিন হতে পারে। আর সাত সকালে এমন পাশবিক ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। স্থানীয়রাই বর্ধমান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, নবাবহাটের কাছে রাস্তার ধারে একটি ডাস্টবিন থেকে সদ্যজাতের দেহটি উদ্ধার করা হয়েছে। দেহটি ক্ষত বিক্ষত অবস্থায় ছিল। ময়না তদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দেহটি প্লাস্টিকের বন্ধ অবস্থায় পড়েছিল। রাস্তার কুকুর প্লাস্টিক ধরে টানাটানি করাতেই দেহটি প্রকাশ্যে আসে। এই এলাকার আশে পাশেই রয়েছে একাধিক  নার্সিংহোম। এমনকি যে জায়গায় এই সদ্যজাতর দেহ উদ্ধার হয়েছে তার সামনেই রয়েছে দুটি নার্সিংহোম। স্থানীয়দের অভিযোগ, এই সমস্ত নার্সিংহোম গুলির বেশ কয়েকটিতে অবৈধ কাজকর্ম চলে। সেখান থেকেই কোনও অনৈতিক কারণে এই দেহটি ফেলে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

এদিকে কে বা কারা, কিভাবে,কখন এই শিশুটিকে ফেলে দিয়ে গেছে তার জোরদার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। এলাকায় থাকা নার্সিং হোম গুলির সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এরই পাশাপাশি ঘটনাস্থলের ফুটেজ পেতে এলাকার অন্যান্য সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে যে বা যারা রয়েছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরো পড়ুন