ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: হোস্টেলের নিচ থেকে বর্ধমান সেন্ট জেভিয়ার্স কলেজের ইংরেজির দ্বিতীয় বর্ষের ছাত্রর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে শুক্রবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের বড় নীলপুরের কোঁড়াপাড়া এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেলের মর্গে পাঠিয়েছে। হোস্টেলের তিনতলা থেকে পড়েই ছাত্রটির মৃত্যু হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। তবে এটি আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোন রহস্য রয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট আসার পরই জানতে পারা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্ধমান থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মেমারির পাল্লারোডের বাসিন্দা সৌমেন মুর্মু (২০) বন্ধুর সঙ্গে দেখা করতে হোস্টেলে যায়। সৌমেন এই হোস্টেলেরই প্রাক্তন আবাসিক ছিল। সকাল ৯টা নাগাদ হোস্টেলের ছাত্ররাই রক্তাক্ত অবস্থায় সৌমেন কে নিচে পড়ে থাকতে দেখে প্রথমে কলেজে জানালে কলেজ থেকে বর্ধমান থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
ছাত্রটির পরিবার সূত্রে জানা গেছে, তার মানসিক অসুস্থতার চিকিৎসা চলছিল। তবে কি কারণে বা কিভাবে তিনতলার উপর থেকে সৌমেন নিচে পড়ে গেল সে ব্যাপারে কিছুই বুঝতে পারছেন তারা। এদিন ঘটনার খবর পেয়ে ছাত্রর মামা ও বাবা হসপিটালের মর্গে আসেন। তাঁরা এই ঘটনার উপযুক্ত তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।