বর্ধমানের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে প্রচার শুরু, সোমবার রাস্তায় নামছে প্রশাসন, পুলিশ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার রীতিমত নড়েচড়ে বসলো বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভা। শহরের রাস্তাঘাট ও ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের উদ্দেশ্যে এবার মাইকিং করে সচেতন করার কাজ শুরু করলো প্রশাসন। পাশপাশি যেখানে সেখানে মোটর সাইকেল ও চারচাকা গাড়ি পার্কিং করে যারা যানজটের সৃষ্টি করছে তাদের কেও সচেতন হওয়ার আবেদন জানানো হচ্ছে এই প্রচারের মাধ্যমে।

বিজ্ঞাপন

 

সাধারণ মানুষের যাতে চলাচলের কোনো সমস্যা না হয় তার জন্য অবিলম্বে রাস্তা ও ফুটপাত থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার আবেদন জানাতে শুক্রবার থেকেই টোটোয় মাইক লাগিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচার শুরু করা হয়েছে। জবরদখল মুক্ত করার আবেদনও জানানো হচ্ছে এই প্রচার গাড়ি থেকে। অবিলম্বে রাস্তা ও ফুটপাত জবরদখল মুক্ত না করলে বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও প্রচার করা হচ্ছে মাইকিং করে। যদিও প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে।

কিছু মানুষ এই উদ্যেগের প্রশংসা করলেও, অনেকেই খেটে খাওয়া মানুষদের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার এবং করে নেওয়ার জন্য সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানিয়েছেন, ‘ সোমবার থেকে আমরা রাস্তায় নামছি। আমাদের সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ সকলেই থাকবে। প্রথমে আমরা সকলকে আবেদন জানাবো রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার। কিছুটা সময়ও দেওয়া হবে। কিন্তু তারপরেও যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

আরো পড়ুন