পশ্চিমবঙ্গ

গাংপুর স্টেশনে হকারদের অবরোধ, আটকে গেল রাজধানী

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের গাংপুর স্টেশনে হটাৎ হকারদের রেল অবরোধে হাওড়া বর্ধমান কর্ড ও মেইন লাইনের সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।দীর্ঘক্ষণ আটকে পড়ে রাজধানী সহ একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেন। চরম দুর্ভোগের মধ্যে পরতে হয় কয়েক হাজার যাত্রী কে। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ, আর পি এফ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভরত হকারদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আবার স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

বিজ্ঞাপন

এদিন হকারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হকারদের উপর আরপিএফের জুলামবাজি অবিলম্বে বন্ধ করা, অকারণ জরিমানা বন্ধ করা সহ হকারদের বিনা বাধায় কাজ করতে দেওয়া প্রভৃতি দাবি নিয়ে তারা এদিন রেল অবরোধ করেন। তারা জানিয়েছেন, সমস্যা না মিটলে ফের তারা আরো বড় প্রতিবাদ বিক্ষোভের দিকে যাবেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘ কিছু হকারদের অবরোধে দুটি লোকাল ট্রেন গাংপুরের দাঁড়িয়ে যায়। আপ রাজধানী এক্সপ্রেসও দাঁড়িয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই অবরোধ উঠে গিয়েছে। তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে।

বিজ্ঞাপন

Advertisement