---Advertisement---

২৪জানুয়ারি বর্ধমানের গোদার মাঠে আসছেন মুখ্যমন্ত্রী, তৎপরতা প্রশাসনের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ২৪ জানুয়ারি বর্ধমান সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের গোদার মাঠে  প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এব্যপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ আসার পরই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রশাসনিক বৈঠক করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি।

বিজ্ঞাপন

বৈঠক শেষে তিনি বলেন, “২৪ জানুয়ারি জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে সমস্ত দফতরকে নিয়ে প্রস্তুতি বৈঠক করা হয়েছে এদিন।” বৈঠকে জেলার পুলিশকর্তারাও ছিলেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে জেলা প্রশাসনের তৎপরতা তুঙ্গে উঠেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করবেন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের প্রস্তুতি বৈঠকে তারই রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

See also  রেনু খাতুন আবার তার ডান হাত দিয়ে সব কাজ করতে পারবেন! কৃত্রিম হাত লাগানোর উদ্যোগ প্রশাসনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---