গলসি তে ধানের গাড়ির পিছনে কয়লা বোঝাই গাড়ির ধাক্কা, আগুন লেগে ঝলসে গেল খালাসী

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গাড়ির ভিতরেই আটকে আগুনে ঝলসে মারা গেলেন খালাসী। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে গলসি থানার চৌমাথা মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোরে বর্ধমানের দিক থেকে দূর্গপুর গামী একটি কয়লা বোঝাই লরি ১৯নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় গলসি চৌমাথা মোড়ে একটি ধান বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে। আর এরপরই আগুন ধরে যায় কয়লা বোঝাই লরিটি তে। সেই আগুন ছড়িয়ে পরে সামনের ধানের গাড়িতেও। দাউ দাউ করে জ্বলতে থাকে দুটি গাড়ি।

বিজ্ঞাপন

ধাক্কার জেরে কয়লা বোঝাই গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কেবিনের ভিতরেই আটকে পরে গাড়ির খালাসী। চালক কোনক্রমে আহত অবস্থায় নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসতে পারলেও, খালাসী গাড়ির ভিতরেই আগুনে ঝলসে যায়। মৃত ব্যক্তির নাম সেখ সুলতান ওরফে সাগর। বাড়ি বীরভূমের চিনপাই, নারায়ণপুর।

দুর্ঘটনার খবর পেয়েই গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে দুর্গাপুর গামী জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পরে। পরে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।

আরো পড়ুন