রাজ্যের পর্যটন মানচিত্রে পূর্ব বর্ধমান জেলা কে তুলে আনতে একগুচ্ছ পরিকল্পনার ঘোষণা জেলা প্রশাসনের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাজ্যের পর্যটন মানচিত্রে পূর্ব বর্ধমান জেলার দর্শনীয় স্থানগুলো কে তুলে ধরতে এবার উদ্যোগী হল জেলা প্রশাসন। আসন্ন শারদোৎসব এর আগেই এই বিষয়ে একগুচ্ছ পরিকল্পনা তৈরি করে বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে জেলা প্রশাসন বলে বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানালেন পূর্ব বর্ধমানের বিদায়ী জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। এব্যাপারে একটি বিশেষ তথ্যচিত্র তৈরি করেছে জেলা প্রশাসন। এদিন জেলাশাসকের সভাগৃহে সেই ৭ মিনিট ২১সেকেন্ডের তথ্যচিত্র উপস্থিত সকলকে দেখানো হয়। এদিন সাংবাদিক বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পর্যটন দফতরের উন্নয়ন আধিকারিক রাহুল চৌধুরী, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশংকর মন্ডল।

বিজ্ঞাপন

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা এদিন জানিয়েছেন,  জেলার পর্যটনের প্রসারে দুর্গাপুজোর প্রাঙ্গনগুলোকে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পর্যটন মানচিত্রে পূর্ব বর্ধমান কতটা আকর্ষণীয় সেটাই তুলে ধরা হয়েছে জেলা পর্যটন দফতরের প্রকাশ করা তথ্যচিত্রে। এই তথ্যচিত্রের সার্বিক প্রচারের জন্য পুজোমন্ডপ গুলিকে নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, জেলা প্রশাসনের নির্দিষ্ট ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে এই তথ্য চিত্রের মাধ্যমে প্রচার করা হবে বলে জানান জেলাশাসক।

৭ মিনিট ২১ সেকেন্ডের এই তথ্য চিত্রে জেলার পর্যটন কেন্দ্র গুলি তুলে ধরা হয়েছে। পাশাপাশি, জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটনের বিভিন্ন প্যাকেজ ও সুযোগ সুবিধা গুলি সম্পর্কে জানানো হয়েছে এই তথ্য চিত্রটিতে। জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে, জেলার পর্যটনের প্রসারে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলিকে নিয়ে সার্কিট ট্যুরিজম গড়ে তোলা হয়েছে। সেখানে সপ্তাহান্তে বিভিন্ন স্থান দেখা ও থাকা খাওয়ায় ব্যবস্থার জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। জেলার মধ্যে কোথায় কোন স্থান রয়েছে, সেখানে দেখার ও অন্যান্য কি সুবিধা রয়েছে সেই সম্পর্কে জানা যাবে এই তথ্য চিত্রের মাধ্যমে।

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান,”পূর্ব বর্ধমান জেলার ইতিহাস প্রাচীন ও ঐতিহাসিক ভাবে সমৃদ্ধ। বর্ধমান সহর সহ জেলার নানান প্রান্তে অনেক পর্যটন স্থান রয়েছে। রাজ্য সরকারের  পর্যটন দপ্তরের পক্ষ থেকে জেলার পর্যটন প্রসারে কি ভাবে আরো উন্নতি করা যায় সেব্যাপারে উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দিয়েছে। আমরা জেলার দর্শনীয় স্থানগুলি এক নজরে দেখে নেওয়ার জন্য একটি প্রচার মূলক তথ্য চিত্র তৈরি করেছি।

এদিন সেই তথ্য চিত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল। জেলা প্রশাসনের নির্দিষ্ট ওয়েব সাইটে তথ্য চিত্রটি প্রকাশ করা হয়েছে। এছাড়া এই তথ্য চিত্র যাতে প্রচুর মানুষের নজরে আসে তার জন্য আসন্ন দুর্গাপুজোয় পুজো কমিটি গুলিকে এই তথ্য চিত্রটি প্রদর্শনী করার জন্য জানানো হবে। এরফলে, জেলার পর্যটন সম্পর্কে মানুষ জানতে পারবেন।

আরো পড়ুন