---Advertisement---

ফের সাফল্য বর্ধমান মেডিকেলের, ৭ বছরের শিশুর শ্বাসনালীতে আটকে যাওয়া পেনের ঢাকনা বের করল বিরল অস্ত্রোপচারে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অসাধ্যকে সাধন করলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। একটি সাত বছরের শিশুর শ্বাসনালীতে পেনের ঢাকনা ঢুকে গেছিল। বিশেষ অস্ত্রোপচার চালিয়ে নেজাল এন্ডোসকপি করে সেই পেনের ঢাকনা বের করলো বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক দের একটি বিশেষ টিম। সাধারণত শ্বাসনালীতে এই ধরনের জিনিস আটকে গেলে ব্রঙ্কো স্কপি করে তা বের করেন চিকিৎসকরা। কিন্তু এই পেনের ঢাকনা এমনভাবে ওই শিশুর গলায় আটকে গেছিল যা কিনা ব্রঙ্কোস্কপিতে করা অসাধ্য ছিল। ওপেন লাং সার্জারি করতে হত। কিন্তু সেই পরিকাঠামো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ছিল না। এদিকে ওই শিশুর জীবনের ঝুঁকি দেখা দিয়েছিল। তাই শ্বাসনালীর পাশে গলায় ফুটো করে নেজাল এন্ডোস্কপি করে পেনের ঢাকনা বের করতে সক্ষম হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা।

বিজ্ঞাপন

 

বর্ধমান মেডিকেল কলেজের এমএসভিপি তাপস কুমার ঘোষ জানিয়েছেন, ’ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবার এই ধরনের একটি জটিল অস্ত্রোপচার সফল ভাবে করা হল। চিকিৎসকরা ওপেন সার্জারি না করে নতুন পদ্ধতিতে অস্ত্রোপচার সম্পন্ন করলেন। এই চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের একটি বিশেষ টিম গঠন করা হয়েছিল। সেই চিকিৎসকরা মিলিত সিদ্ধান্ত নিয়ে নেজাল এন্ডোস্কপি করে জীবন বাঁচালো এক রতি বাবুলালের। সে এখন পুরোপুরি সুস্থ। হাসপাতাল সূত্রে জানা গেছে গত ৭ ফেব্রুয়ারি ওই শিশুর গলায় অসাবধানতায় শ্বাসনালীতে পেনের ঢাকনা চলে যায়।

হুগলির আরামবাগের হাজীপুরের সাত বছরের ছেলে বাবুলাল হোসেনের এই কাণ্ড ঘটার পর পরিবারের লোকজন তাকে নিয়ে হুগলি জেলার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে যান। কিন্তু সেখানে পেনের ঢাকনা বের করার মত পরিকাঠামো না থাকায় রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বাবুলালের বাঁদিকের ব্রংকাসে পেনের ঢাকনা আটকে যাওয়ায় শ্বাসকষ্ট শুরু হয়েছিল। অক্সিজেনের অভাবে বাবুলাল ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল। ইএনটি বিশেষজ্ঞরা প্রথমে বাবুলাল কে দেখাশোনা করে, কিন্তু সে ধীরে ধীরে অক্সিজেনের অভাবে ফ্যাকাসে হয়ে যাচ্ছিল। ডাক্তাররা এরপর ওই বাচ্চাটিকে সুস্থ করতে বিশেষ অস্ত্রপচারের সিদ্ধান্ত নেয়। আর তাতেই সফলতা আসে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের।

See also  বর্ধমানে কংগ্রেস, বিজেপির স্মারকলিপি জেলাশাসককে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---