রান্না ঘরের ছাদ ভাঙ্গা, বৃষ্টির জলে নিভে গেছে উনুন, অঙ্গনওয়ারী কেন্দ্রের আধ সিদ্ধ খাবার নিয়ে উত্তেজনা মেমারিতে

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: আধসিদ্ধ, নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ উঠলো অঙ্গনওয়ারী কেন্দ্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের নিমো ২ গ্রাম পঞ্চায়েত এলাকার সলদা গ্রামের ঘটনা। এদিন সলদা গ্রামের ৬০৬ নম্বর অঙ্গনওয়ারী কেন্দ্রে  আধ সিদ্ধ নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। আজ সকালে শিশুর মায়েরা অঙ্গনওয়ারী কেন্দ্রে খাবার নিতে গেলে তারা দেখেন গোটা গোটা ডাল, আধ সিদ্ধ ভাতের চাল দেখতে পাওয়া যাচ্ছে রান্নায়। আর সেই খাবারই দেওয়া হচ্ছে সকলকে।এরপরই বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

বিজ্ঞাপন

ওই কেন্দ্রের সহায়িকা ডলি খাতুন বলেন,’ দীর্ঘদিন ধরে এই কেন্দ্রের রান্নাঘর ভাঙ্গা অবস্থায় রয়েছে। বারবার প্রশাসনকে জানানোর পরেও কোন সুরাহা হয়নি। ফলে একপ্রকার বাধ্য হয়েই বাইরে খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে আমাদের। আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে রান্না করতে পারেননি রাঁধুনিরা। স্বাভাবিকভাবেই এদিন কিছু গন্ডগোল হয়েছে। দু চারজন কে এইরকম খাবার দিতে বাধ্য হয়েছি। এই অবস্থার পরিবর্তন করতে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।’

এলাকার সদ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্য চম্পা হেমব্রম বলেন, ‘ আমি নতুন এসেছি। তবুও এই কেন্দ্র মেরামতির জন্য প্রশাসনিক মহলে দরখাস্ত করেছি। কবে রান্নাঘরটি মেরামত করা হবে তার দিকেই তাকিয়ে রয়েছি আমরা।’ অঙ্গনওয়ারী কেন্দ্রের এক সহায়িকা জানান, ‘৬০৬ এবং ৬২৬ দুটো অঙ্গনওয়ারী কেন্দ্রের রান্না আমাদের এইখানেই হয়। ৬২৬ নম্বর কেন্দ্রে কোন ঘরে নেই এবং ৬০৬ নম্বর আমাদের এই কেন্দ্রের অবস্থা বেহাল। এখানে রান্না ঘরের ছাদ ভেঙে গেছে অনেকদিন। বাইরেই কোনো রকমে রান্না করা হয়। আজ প্রচুর বৃষ্টির জন্য অর্ধেক রান্না করেই বন্ধ করে দিতে হয়েছে। জল পড়ে উনুন পর্যন্ত নিভে গেছে। প্রতিদিন প্রায় আশি জন মানুষের খাবার এখানে রান্না হয়। অবিলম্বে এই কেন্দ্রের সংস্কার করা প্রয়োজন।

আরো পড়ুন