জ্ঞান বিজ্ঞান

রাজ্যে দ্বিতীয়, বর্ধমানে প্রথম ক্লাইমেট ক্লক বিতরণ করা হল

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিশ্ব উষ্ণায়নের পরিমাণ প্রতিদিন বাড়ছে। কঠিন বরফ গলে সমুদ্রে বাড়ছে জলের পরিমাণ। বিশ্বজুড়ে সচেতনতার প্রচার চলছে প্রতিদিন। তবুও সাধারণের সচেতনতার অভাব রয়েছে অনেকাংশেই। এক ডিগ্রি তাপমাত্রা কতদিনে বাড়ে, তাও জানেনা অনেকেই। ছাত্রছাত্রীদের সেই এই সম্পর্কে একটি কর্মশালার আয়োজন করল সুইচ অন ফাউন্ডেশন। আর্থ ডে নেটওয়ার্ক ও এনার্জি স্বরাজ ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ধমানে এদিন ৩০ টি স্কুলের হাতে ‘পরিবেশ ঘড়ি’ (climate clock) তুলে দেওয়া হল।

পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের ২৫ টি স্কুল, ৫টি কলেজ, বর্ধমান সায়েন্স সেন্টার ও পশ্চিম বর্ধমানের ৫টি স্কুল কর্তৃপক্ষের হাতে এদিন বিধায়ক খোকন দাস ও বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের উপস্থিতিতে ঘড়ি গুলি তুলে দেওয়া হয়। পৌরসভা প্রাঙ্গণ সহ কার্জন গেট চত্বরে এই ধরনের ঘড়ি প্রতিস্থাপনের জন্য আয়োজকদের আবেদন জানান অতিথিরা।

সুইচ অন ফাউন্ডেশনের তরফে সন্দীপন সরকার জানান, প্রথম পর্যায়ে এই স্কুলগুলি কে এই ‘ক্লাইমেট ক্লক’ দেওয়া হল। প্রকল্প ব্যায় কয়েক লক্ষাধিক টাকা। এই ঘড়ি তৈরী করেছেন প্রফেসর সোলাঙ্কি। উদ্যোক্তারা জানিয়েছেন, নির্দিষ্ট নিয়ম মেনে এই ঘড়ি দেখাবে কিভাবে পৃথিবীতে ১.৫ ডিগ্রি তাপমাত্রা ঠিক কতদিনে বাড়বে। নির্দিষ্ট সময় অন্তর এই ঘড়ি আপডেট হতে থাকবে। এর ফলে মানুষ বুঝতে পারবে নির্দিষ্ট সময় অন্তর তাপমাত্রার হেরফেরের। প্রসঙ্গত পশ্চিমবঙ্গে কোলকাতার পরই পূর্ব বর্ধমানে এই উদ্যোগ গ্রহণ করা হল বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।