বাবা মাছ বিক্রেতা, উচ্চমাধ্যমিকে মেয়ে ৯০শতাংশ নম্বর পেয়ে সাড়া ফেলে দিয়েছে

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: মেধা থাকলে তাকে কখনো আটকানো যায়না। যেকোন পরিস্থিতিতেই সে নিজেকে প্রমাণ করে। সেটাই প্রমাণ করে দিল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেত্রাগড় গ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পিয়ালী পাত্র। বাবা পেশায় একজন মাছ ব্যবসায়ী। বাড়ি বাড়ি ঘুরে মাছ বিক্রি করেন। আর্থিক অবস্থা অত্যন্ত সঙ্গীন। তা সত্ত্বেও এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো ফল করলো সেলিমাবাদ হাই স্কুলের ছাত্রী পিয়ালী পাত্র।

বিজ্ঞাপন

৯০ শতাংশ হারে ৪৫৩ নম্বর পেয়েছে সে। স্বাভাবিকভাবেই পিয়ালীর এই ফলাফলে খুশির জোয়ার তার ভাঙ্গা মাটির বাড়িতে। পাড়ার লোক বাড়িতে ভিড় করছেন তাকে শুভেচ্ছা জানাতে।পিয়ালির স্বপ্ন সে ভবিষ্যতে শিক্ষিকা হবে। তার বাবা প্রভাষ পাত্র বললেন, ‘মেয়েকে উচ্চ শিক্ষা দিতে পারবো কিনা জানিনা। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। বাড়ি বাড়ি ঘুরে মাছ বিক্রি করে সংসার চালাই। যদি কিছু সহৃদয় ব্যক্তি আমার মেয়ের পাশে এসে দাঁড়ায়, সাহায্য করার জন্য এগিয়ে আসেন তাহলে খুবই উপকৃত হবেন তিনি।’

পিয়ালি তার এই সফলতার পিছনে তার বাবা, মা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রাইভেট টিচারদের অবদান স্বীকার করেছে। পিয়ালির ইংরেজির শিক্ষক তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক জানান, ‘ পিয়ালীর এই অভূতপূর্ব রেজাল্ট আমাদের অভিভূত করছে। ও আমাদের সকলের গর্ব। আগামীতে ওর পড়াশুনা চালিয়ে যেতে আমি সবরকম সাহায্য করবো।’

আরো পড়ুন