মাছ ধরার ফাঁদ টানতেই চোখ কপালে জেলের, দেখুন ভিডিও

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলী: বিলে মাছ ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিল জেলে। রবিবার সেই ফাঁদ তুলতে গিয়েই চোখ কপালে উঠল জেলের।  মাছের বদলে ফাঁদে আটকে পড়েছে ভয়ানক বিষধর পদ্ম গোখরো। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত বড় কোবলা বাঁশদহ বিলে।

 

স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত সরকার মাছ ধরার জন্য বিত্তি পেতে ছিল বাঁশদহ বিলে, আর আজ রবিবার সকালে সেই বিত্তি তুলতে গিয়ে তিনি দেখেন একটি বিষধর পদ্ম গোখরা সাপ বিত্তির মধ্যে আটকে রয়েছে। দেরী না করে স্থানীয়দের সাহায্যে তিনি বনদপ্তরকে খবর দেন। বনদপ্তরের উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। এদিকে মাছ ধরার ফাঁদে পদ্ম গোখরো আটকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় করেন দেখতে।

বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন, এটি একটি বিষধর সাপ। এই সাপ সাধারনতঃ খাল,বিল, জলাশয় ও চাষ জমির আশপাশে থাকে। এরা মেঠো ইঁদুর, ব্যাঙ, মাছ ইত্যাদি খেয়ে থাকে। তবে এক্ষেত্রে কোন কারণে মাছ ধরার ফাঁদে আটকে পড়েছে সাপটি। সাপটি লম্বায় প্রায় সাড়ে চার ফুট লম্বা।

Recent Posts