বর্ধমানে শতাধিক শামুকখোল পাখির বাচ্চা উদ্ধার করল বন দপ্তর

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গোটা গ্রাম জুড়ে বড় বড় গাছে দীর্ঘদিন ধরে বসবাস করছে শামুকখোল ( openbill stork) পাখি। গ্রামেরই পুকুর পাড়ে বয়স্ক একটি বট গাছেও বাসা বেঁধেছিল শতাধিক শামুকখোল। বর্ষার কারণে পুকুরের পাড় ধ্বসে বৃহস্পতিবার ভেঙে পড়ল সেই বট গাছ। সেই গাছেই ডিম ফুটে মাস দেড় দুই আগে প্রায় শতাধিক শামুকখোলের বাচ্চা জন্ম নিয়েছিল। গাছ ভেঙে পড়ার সাথে সাথেই ছোট্ট বাচ্চাগুলোও হুড়মুড় করে মাটিতে পড়ে যায়। পাখিগুলোর ডানা গজালেও এখনও উড়তে শেখেনি সেইভাবে।

বিজ্ঞাপন

গ্রামের মানুষ এই ঘটনার খবর বন দপ্তর কে জানালে দ্রুত বন দপ্তরের উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় একশ শামুকখোলের বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসেন রমনা বাগান জু – তে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদীঘি থানার জিয়ারা গোপালপুর এলাকায়। বন দপ্তর সুত্রে জানা গেছে, উদ্ধার করে নিয়ে আসার পর আপাতত শামুকখোলের বাচ্ছাগুলোকে গুগলি, ছোট মাছ ইত্যাদি খাওয়ানো হচ্ছে। সব পাখি সুস্থ আছে।

এদিকে বর্ধমান শহরের অদূরেই একটি গ্রামে এই শতাধিক শামুকখোল পাখি দীর্ঘদিন ধরে একাধিক গাছে বাসা বেঁধে থাকছে, এই খবর বন দপ্তরের কাছে এতদিন একপ্রকার ছিল না। বন দপ্তর সুত্রে জানা গেছে, এই পাখি প্রধানত এশিয়ান ওপেনবিল বা এশিয়ান ওপেনবিল স্টর্ক নামে পরিচিত। স্টর্ক প্রজাতির এটি একটি বড় ঠোঁট যুক্ত পাখি। সারস প্রজাতির এই পাখিকে প্রধানত ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এদের প্রধান খাদ্য জলজ ছোট প্রাণী। যেমন গুগলি, মাছ, ছোট শামুক ইত্যাদি। এদের ওজন ১ কেজি ৩০০ গ্রাম থেকে শুরু করে প্রায় ৯ কেজি পর্যন্ত হতে পারে। এদের উচ্চতা প্রায় ৮১ সেন্টিমিটার পর্যন্ত হয়। 

বন দপ্তর সুত্রে জানা গেছে, উদ্ধার করে নিয়ে আসা শামুকখোলের বাচ্ছা গুলোকে আপাতত রমনা বাগানে রাখা থাকবে। উপযুক্ত বয়স হলেই সব পাখিকে আবার ওদের বাসস্থানের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। জানা গেছে গোপালপুর গ্রামে এই মুহূর্তে একাধিক গাছে প্রায় ৪০০ থেকে ৫০০পাখি বাস করছে। মূলত গ্রামের পুকুর থেকে এদের খবর পর্যাপ্ত পরিমাণে পেয়ে যায় বলেই এরা দীর্ঘদিন ধরে এখানে ডেরা বেঁধে রয়েছে বলেই অনুমান বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসীদের।

আরো পড়ুন