---Advertisement---

যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কান্ড, শ্বশুরবাড়িতে ভাঙচুর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: পারিবারিক অশান্তির জেরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটলো পূর্ব বর্ধমানের রায়না থানার বিদ্যানিধি গ্রামে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলেও মৃতদেহ উদ্ধার করতে রীতিমত হিমশিম খেতে হয়। মৃত যুবকের নাম সুরেশ মাঝি।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, বিয়ের পর থেকেই অশান্তি চলছিল পারিবারে। নববিবাহিত বউ বাবার বাড়িতেই থাকত। সুরেশ মাঝির বাড়ির পাশেই তার শ্বশুরবাড়ি । বেশ কিছুদিন ধরে সুরেশ মাঝি কর্মহীন। বারবার নিজের স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইলেও তার বাড়ির লোকজন আসতে দেয়নি। চেষ্টা করেও স্ত্রী কে বাড়ি ফেরাতে ব্যর্থ হয় সুরেশ। গতকালকেও স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গিয়েছিল সুরেশ। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন বাধা দেয়। এমনকি বিবাহ বিচ্ছেদ করে ৫ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি তোলে শ্বশুর বাড়ির লোকজন বলে অভিযোগ।

এরপরেই সুরেশ মাঝি বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে নিজের ঘরে আত্মঘাতী হয় বলে অভিযোগ। শনিবার সকাল থেকে দেহ শ্বশুরবাড়ির সামনে রেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করতে এলে আরো উত্তেজনা ছড়ায়। শ্বশুরবাড়ি থেকে সদস্যদের আটক করার সময়ও হিমশিম খেতে হয় পুলিশকে। উত্তেজিত গ্রামবাসী শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় বেপরোয়া। পরে পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  পরিবেশ আইন কে বুড়ো আঙুল দেখিয়ে দামোদর নদে দৈত্যকায় মেশিন নামিয়ে চলছে দেদার বালি উত্তোলন, প্রশাসনিক উদাসীনতার অভিযোগ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---