---Advertisement---

তীব্র গরমে স্বস্তি দিতে বর্ধমান মেডিকেলের সামনে ঠান্ডা পানীয় খাওয়ানোর উদ্যোগ অ্যাম্বুলেন্স এসোসিয়েশনের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। এরই মধ্যে রোগীর পরিবার পরিজন থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা অসংখ্য মানুষ কে দিনভর ছোটাছুটি করতে হচ্ছে রোদ গরমের মধ্যেই। মঙ্গলবার এই হাজার হাজার মানুষের কথা চিন্তা করে হসপিটালের ইমারজেন্সী তে ঢোকার মুখেই ঠান্ডা সরবত বিতরণের আয়োজন করলো অ্যাম্বুলেন্স এসোসিয়েশন। সংস্থার পক্ষ থেকে গাড়ির মালিক ও চালকেরা সকাল থেকেই রাস্তায় দাঁড়িয়ে প্রায় কয়েক হাজার মানুষের হাতে এই সরবত তুলে দেয়।

বিজ্ঞাপন

পথ চলতি অসংখ্য মানুষ তীব্র গরমে এই ঠান্ডা পানীয় পেয়ে খুব খুশি। হসপিটালে আসা বহু রোগীর আত্মীয়রাও এদিন এই ঠান্ডা সরবত খেয়ে পিপাসা মিটিয়েছেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। পথ চলতি সকলেই এই গরমে মানুষের পিপাসা নিবারণের জন্য এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের আয়োজন আবার করা হবে।

See also  বর্ধমান শহরে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করল, বাড়ছে সুস্থতার হার, কমছে মৃত্যুর সংখ্যাও
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---