---Advertisement---

পূর্বস্থলির যুবকের তৈরি অব্যবহৃত লোহার টুকরোর যিশু এখন চাহিদার তুঙ্গে, পাড়ি জমিয়েছে বিদেশেও

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্বস্থলী: বড়দিনের আগে  লোহার ছোটখাটো বিভিন্ন উপকরণ ব্যবহার করে যীশু খ্রীষ্টের মূর্তি বানিয়ে তাক লাগালেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার রাজু বাগ ও তার সঙ্গীরা। ইতিমধ্যেই রাজুর তৈরি হাতের কাজের যীশু খ্রীষ্ট বড়দিনের আগে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে। রাজু বাগ জানিয়েছেন, হায়দ্রাবাদের তেলেঙ্গানা, দিল্লী, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে বড়দিনের আগে প্রায় ১৯০ পিস লোহার সামগ্রী দিয়ে প্রস্তুত যীশু খ্রীষ্ট পাড়ি দিয়েছে। এমনকি রাজুর এই উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথও।

বিজ্ঞাপন

রাজু আরও জানিয়েছেন, ‘এর আগেও পরিবেশের নানান জিনিস ব্যবহার করে বিভিন্ন উপকরণ তৈরি করেছি। আমারই এলাকার একাধিক জলাশয়ে প্রচুর কচুরিপানা তুলে সেগুলি দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করেছি। এমনকি এইসমস্ত বিষয়ে স্থানীয় মহিলাদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থাও করা হয়েছে। এখন স্থানীয় ছেলেদের প্রশিক্ষণের জন্য লোহার এই ফেলে দেওয়া যন্ত্রাংশ দিয়ে কিভাবে বিভিন্ন উপকরণ তৈরি করা যায় তা করার চেষ্টা করছি। তাদের অনেকেই এখন পড়াশুনার পাশাপাশি এইসমস্ত অব্যবহৃত বস্তু ব্যবহার করে কিভাবে নানান দর্শনীয় সামগ্রী তৈরি করে নিজেদের সাবলম্বী করা যায় তার চেষ্টা করছে। মন্ত্রী স্বপন দেবনাথ রাজুর এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন। একইসাথে সব রকমের সাহায্যের ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

See also  বর্ধমানে চালকের অন্যমস্কতায় যাত্রী বোঝাই বাস উল্টে গেল নয়নজুলিতে, আহত দশ যাত্রী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---