---Advertisement---

বড়শুলে দামোদর নদ থেকে বেআইনিভাবে বালি তোলার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের ভূমি দপ্তরের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার বড়শুল শ্মশাণ ঘাট এলাকা লাগোয়া দামোদর নদের অবৈধ বালি খাদানের বিরুদ্ধে শেষমেষ এফআইআর দায়ের করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। বৃহস্পতিবার ভূমি দপ্তরের আধিকারিক ও পুলিশ এই অবৈধ বালি ঘাট গুলিতে অভিযান চালায়। একাধিক বালির গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়। বালি তোলা বন্ধের নির্দেশ জারি করে আসেন আধিকারিকরা। কিন্তু এরপরও সরকারি নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতভর এমনকি শুক্রবার সকাল থেকেও ওই একই বালি খাদানগুলো থেকে বেপরোয়াভাবে বালি তোলার কাজ চালিয়ে যাচ্ছিল মাফিয়ারা।

বিজ্ঞাপন

আর এই খবর জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ইউনিস রিসিন ইসমাইলের কাছে পৌঁছতেই বর্ধমান-২ বি এলআরও কে এই ঘাট গুলোর বিরুদ্ধে শুক্রবার এফআইআর করার নির্দেশ দেন। সরকারি নির্দেশিকা লঙ্ঘন ও বেআইনি ভাবে বালি তোলার অপরাধে এরপর পুলিশে অভিযোগ জানান বর্ধমান ২ ভূমি আধিকারিক সৌরভ রক্ষিত। যদিও শুক্রবার সন্ধ্যার পরেও বেপরোয়া এই বালি মাফিয়ারা নদী থেকে বালি তোলার কাজ চালিয়েই যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানতে পারা গেছে।

ইউনিস রিসিন ইসমাইল বলেন,’ দক্ষিণ গোপালপুর মৌজার (জেএল ১৬৫) অন্তর্গত বাবলাতলা ঘাটের ( বড়শুল শ্মশাণ ঘাট ) কাছে দামোদর নদীতে কিছু অবৈধ খনন কাজ ও পরিবহন চলছে। এই খবরের ভিত্তিতে গতকাল বেআইনিভাবে নদীর অবৈধ বালিঘাট থেকে বালি তোলার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। বালি তোলা বন্ধের নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু তারপরও কিছু অজানা ব্যক্তি বেআইনি ভাবে একই কাজ চালিয়ে যাচ্ছে বলে এদিন খবর আসে। আমরা এই বেআইনি কাজের বিরুদ্ধে এফআইআর রুজু করেছি। পুলিশ কে এই অবৈধ কাজ দ্রুত বন্ধ করার জন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এলাকায় ক্রমাগত নজরদারি রাখার জন্যও পুলিশ কে অনুরোধ করা হচ্ছে যাতে কোনও অবৈধ খনন ও পরিবহন আর না ঘটে।’

See also  জামালপুরে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরি থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই দুষ্কৃতি গ্রেফতার

প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই এই এলাকায় দামোদরের বুক থেকে বালি চুরি করে পাচার করছিল কিছু বালি মাফিয়া। এই কাজে স্থানীয় কিছু লোকজন জড়িত রয়েছে বলেই এলাকা সূত্রে জানতে পারা গেছে। এদিন সরকারি ভাবে পুলিশে অভিযোগ হওয়ায় এবার সরকারি সম্পত্তি লুঠের অভিযোগে এই সমস্ত অবৈধ বালির কারবারি দের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা তৈরি হল বলেই মনে করছেন এলাকাবাসীদের একাংশ।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---