---Advertisement---

সোনার দোকানদার কে লক্ষ্য করে গুলি, ফের চাঞ্চল্য শক্তিগড়ে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: ফের দিন দুপুরে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শক্তিগড় থানার জোতরাম এলাকায়। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ একটি বাইকে দুজন আততায়ী জোতরাম এলাকার একটি সোনার দোকানে খদ্দের সেজে এসে ডাকাতি করার চেষ্টা করে। দোকানদার বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। গুলি দোকানদারের পেট ফুঁড়ে বেরিয়ে যায়। সেই অবস্থাতেও দোকানদার আততায়ী কে জাপটে ধরে রাখার চেষ্টা করে।

বিজ্ঞাপন

কিন্তু আশপাশের লোকজন ছুটে আসার আগেই মোটর সাইকেল নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। রক্তাক্ত দোকানদার স্বদীপ দাস ওরফে খোকন দাস কে উদ্ধার করে প্রথমে অনাময় হাসপাতাল ও পড়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়েই শক্তিগড় থানার পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে দুষ্কৃতীদের ধরতে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি খালি কার্তুজ এর খোল ও দুষ্কৃতীর জুতো উদ্ধার করেছে। ঘটনায় আলোড়ন ছড়িয়েছে এলাকাজুড়ে।

See also  মন্তেশ্বরে গলাতুন গ্রামে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল স্কোয়াড, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---