শক্তিগড়ের জোতরামে জ্যোতিষীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: বন্ধ ঘর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হওয়ার ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার জোতরাম এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দিন দশেক ধরে জামতলা শ্মশানের পাশে একটি বাড়ি বন্ধ অবস্থায় রয়েছে। গত কয়েকদিন ধরে বাড়িটির আশপাশ থেকে পচা গন্ধ বের হচ্ছিল বলে জানান এলাকার বাসিন্দা গৌতম মুদি। প্রথমে তারা মনে করেছিলেন হয়তো কুকুর মরেছে। এটা তারই গন্ধ। কিন্তু বুধবার সকাল থেকে সেই পচা গন্ধের তীব্রতায় অতিষ্ট হয়ে ওঠে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা শক্তিগড় থানায় খবর দিলে পুলিশ গিয়ে বন্ধ ঘরের দরজা খুলে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শিবনারায়ণ শাস্ত্রী (৪৮) ওরফে শিব নারায়ন বসু। বাড়ি বর্ধমান শহরের ৩ নং ইছলাবাদ এলাকায়। স্থানীয় বাসিন্দা অমলেন্দু রায় বলেন, জোতরামের জামতলায় শশ্মানের কাছে একটি বাড়িতে শিবনারায়ণ শাস্ত্রী একাই থাকতেন। তিনি জোতিষী চর্চা করতেন। এলাকায় তাকে দেখা যেত না। তিনি প্রতিদিনই বাইরে চলে যেতেন নিজের কাজে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে শক্তিগড় থানার পুলিশ। এদিকে এলাকায় রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।

আরো পড়ুন