বর্ধমানে একই আসনে তৃণমূল, বিজেপির প্রার্থীর নাম এক, বিড়ম্বনায় কর্মীরা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে কতো বিচিত্র ঘটনাই না ঘটছে। সেইসব ঘটনার মাঝেই এবার সামনে এলো একই আসনে একই নামের যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থীর নাম নিয়ে বিড়ম্বনার ঘটনা। বর্ধমান ১ ব্লকের নেড়াগোয়ালিয়া গ্রামে জেলা পরিষদের আসনে বিজেপি আর তৃণমূলের প্রার্থীর নাম এক। তৃণমূলের হয়ে এই আসনে প্রার্থী হয়েছেন মনিকা বাগ। আবার এই একই আসনে বিজেপির প্রার্থীর নামও মনিকা বাগ। স্বাভাবিকভাবেই দুটি দলের প্রার্থী থেকে কর্মীরা কার্যত পড়েছেন বিড়ম্বনায়।

বিজ্ঞাপন

যদিও বর্ধমান ১ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি কাকলি তা গুপ্ত বলেন, ‘সাধারণ মানুষ, যারা তৃণমূল কে ভোটটা দেবেন, তারা যাতে এক নামে বিভ্রান্ত না হয়ে পড়েন সে জন্যই এলাকায় আমরা অনেক বেশী করে প্রচারে জোর দিয়েছি। বাড়ি বাড়ি প্রার্থীকে নিয়ে প্রচার চালানো হচ্ছে। এই আসনে জয় নিয়ে আমাদের কোন সংশয় নেই।’ অন্যদিকে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, ‘আমরা নামে নয়, কাজে বিশ্বাসী। এলাকার লোকেরা অনুন্নয়ণের প্রশ্নে আমাদের প্রার্থী মনিকা বাগ কে ভোট দেবেন। নাম কাকতালীয়ভাবে এক হয়ে গিয়েছে। তাতে কিছু হেরফের হবে না। ভোটেও প্রভাব পড়বে না। মানুষ তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আমাদের প্রার্থীকেই ভোট দেবেন।’

আরো পড়ুন