ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শুভেন্দু অধিকারীকে যেখানেই দেখবেন সেখানেই আদিবাসীরা ছু-কিৎ-কিৎ করে গিয়ে স্পর্শ করবেন। শনিবার বর্ধমান শহরের কার্জনগেট চত্ত্বরে প্রতিবাদ সভা থেকে এই নিদান দিলেন তৃণমূল রাজ্য তপশিলি উপজাতির চেয়ারম্যান দেবু টুডু। শুনুন কি বলেছেন দেবু টুডু –
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বিধানসভা চত্ত্বর গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করেছিল বিজেপি। সেই প্রসঙ্গ টেনে নিয়ে শনিবার দেবু টুডু বলেন, আমাদের আদিবাসী নেতৃত্বরা বৃহস্পতিবার রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্ত্বরে ধর্না বিক্ষোভ করেছিল। সেই ধর্নায় রাজ্যর সমস্ত বিধায়ক দের পাশাপাশি আদিবাসী সমাজের বিধায়করাও উপস্থিত ছিলেন। যেহেতু আদিবাসীরা বসেছিল তাই ওই চোরের ব্যাটা সেইস্থল গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করেছে। শুভেন্দু অধিকারীকে নিশানা করে দেবু টুডু বলেন, ‘আমরা সাঁওতাল, আদিবাসী বলে আমরা অচ্ছুৎ? কে বলছে, না ওই জানোয়ারটা বলছে। শিশিরের ব্যাটা বলছে, ডাকাতের ব্যাটা টা বলছে। আপনারা প্রতিবাদ করবেন না? তাই সারা বাংলায় যেখানেই শুভেন্দুকে দেখবেন আদিবাসীরা ছু-কিৎ-কিৎ করে গিয়ে ছোঁবেন।
আমরা অচ্ছুৎ, আমাদের ছোঁয়া পেলে আপনার পবিত্রতা নষ্ট হবে। তাই আমরা ছোঁব। ক্ষমতা থাকলে আটকে দেবেন। দেখি আপনাদের কতো ক্ষমতা আছে।’ কার্জনগেট চত্বরে জেলা তৃণমূল কংগ্রেসের এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক খোকন দাস সহ জেলার অন্যান্য নেতৃত্ব বৃন্দ।