---Advertisement---

পূর্ব বর্ধমান জেলা পরিষদের নতুন সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী গার্গী নাহা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পরিষদের নতুন সভাধিপতি হলেন বিদায়ী বোর্ডের কর্মধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার। সহকারি সভাধিপতি হয়েছেন গার্গী নাহা। পূর্ব বর্ধমান জেলার ২১৫টি গ্রাম পঞ্চায়েত ও ২৩টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ইতিমধ্যেই সম্পূর্ন হয়েছে। সোমবার জেলা পরিষদের বোর্ড গঠন হল।

বিজ্ঞাপন

৬৬টি আসনের জেলা পরিষদের সবগুলিই রয়েছে তৃণমূলের দখলে। সভাধিপতির পদটি এবার ছিল তফশিলি জাতির জন্য সংরক্ষিত। এবারের নির্বাচনে মোট ২২ জন সদস্য রয়েছেন তফশিলি জাতি সম্প্রদায়ের। এই পদের জন্য একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। বিদায়ী সভাধিপতি শম্পা ধাড়াকে এবারও ওই পদে বসানোর সম্ভাবনা ছিল প্রবল। তবে সেটি হয়নি এবারে। এক ব্যক্তি, এক পদ নীতি মেনে বিদায়ী বোর্ডের কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার এদিন সভাধিপতি হিসেবে শপথ নেন। সহকারি সভাধিপতি হিসেবে বর্ধমান ১ ব্লকের গার্গী নাহা শপথ নেন।

দুজনকেই শপথ বাক্য পাঠ করান জেলাশাসক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ তৃণমূল এর অনান্য নেতৃত্ববৃন্দ। যদিও এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী সহ সভাধিপতি দেবু টুডু উপস্থিত থাকলেও, ছিলেন না বিদায়ী সভাধিপতি শম্পা ধাড়া।

Join WhatsApp

Join Now
---Advertisement---