বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সমাজতত্ত্ব বিভাগের সিনিয়র অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র সাহার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি উপাচার্য পদ থেকে অব্যাহতি নেন। তারপর থেকে উপাচার্যের পদটি পাঁচ দিন খালি ছিল। স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ন কাজকর্ম থেকে শুরু করে গুরুত্বপূর্ন ফাইল আটকে ছিল সাক্ষরের অভাবে। বৃহস্পতিবার নতুন উপাচার্য হিসেবে দায়িত্বভার নেওয়ায় ফের সচল হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় বলেই মনে করছেন শিক্ষানুরাগী মানুষজন।

বিজ্ঞাপন

অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর বলেন,’ অসম্পূর্ণ কাজ গুলোকে সকলে মিলে শেষ করাই আমাদের লক্ষ্য। আমাদের একটা টিম হিসেবে কাজ করতে হবে। একজন প্লেয়ারের পক্ষে দলকে জেতানো সম্ভব নয়, দলগত প্রচেষ্টায় সব সম্ভব।’ এদিন নতুন উপাচার্য কে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ ব্যানার্জী স্বাগত জানিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যলয়ের রেজিস্ট্রার ও অন্যান্য অধ্যাপক গণ পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানিয়েছেন।

আরো পড়ুন