---Advertisement---

টাকা বকেয়া, বর্ধমান রেলস্টেশনে বন্ধ করে দেওয়া হল নবনির্মিত রেস্টুরেন্ট

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান রেল স্টেশনে ঢোকার মুখেই সর্ব সাধারণের জন্য নবনির্মিত একটি রেস্টুরেন্ট উদ্বোধনের আগেই বন্ধ হয়ে গেল। এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে যাত্রী সাধারণের মধ্যে। বর্ধমান রেল স্টেশনের আধিকারিকদের সূত্রে জানা গেছে, ভারতীয় রেলের আইআরসিটিসি ( Indian Railway Catering and Tourism Corporation Ltd. ) দপ্তরের অনুমোদন নিয়ে বর্ধমান রেল স্টেশনের বাইরে সর্ব সাধারণের জন্য একটি কোম্পানি ‘ ফুড ট্র্যাক ‘ নামে একটি রেস্টুরেন্ট খুলতে চলেছিল। গতকাল অর্থাৎ শুক্রবার এটির উদ্বোধন হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

কিন্তু আইআরসিটিসি র পক্ষ থেকে বর্ধমান স্টেশনের স্টেশন ম্যানেজার কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ চুক্তি মোতাবেক পুরো টাকা জমা করেনি। কয়েক লক্ষ টাকা এখনও বকেয়া রয়েছে। সেই টাকা জমা না হওয়া পর্যন্ত এই রেস্টুরেন্ট চালু করা যাবে না। আর এরপরই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বর্ধমান স্টেশনের স্টেশন ম্যানেজার ও রেল সুরক্ষা বাহিনীর অফিসারেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়। সূত্র মারফত জানা গেছে, এই প্রথম বর্ধমান স্টেশনে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য একটি আধুনিক মানের রেস্টুরেন্ট খুলতে চলেছে। যেখান থেকে ২৪ঘণ্টা সাধারণ যাত্রীরা তাদের পছন্দের খাবার পেতে পারবেন। এও জানা গেছে, এই রেস্টুরেন্ট টি তৈরি করতে প্রায় ২৩লক্ষ টাকা খরচ হয়েছে।

সূত্র মারফত খবর, আইআরসিটিসি র সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের ৪৫লক্ষ টাকার চুক্তি হয়। এর মধ্যে ৪০লক্ষ টাকা আইআরসিটিসি কে দিয়ে দেয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। কিন্তু বাকি পাঁচ লক্ষ টাকা উদ্বোধনের আগে পর্যন্ত জমা না হওয়ায় তৈরি হয় বিপত্তি। আইআরসিটিসি র পক্ষ থেকে স্টেশন ম্যানেজার কে চিঠি দিয়ে জানানো হয়, বকেয়া টাকা জমা না হওয়া পর্যন্ত এই রেস্টুরেন্ট খুলতে দেওয়া যাবে না। আর এরপরই বর্ধমান রেল স্টেশন কর্তৃপক্ষ যাত্রী সাধারণের প্রয়োজনে খুলতে চলা রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়।

See also  গলসিতে ভরা বর্ষাতেও চলছে দামোদর থেকে বালি লুট, পুলিশ ও প্রশাসনের একাংশের সঙ্গে সেটিংয়ের অভিযোগ

সাধারণ যাত্রীদের অনেকে জানিয়েছেন, বর্ধমান রেল স্টেশনের মধ্যে কোন ভাল ফুড সেন্টার নেই। এই রেস্টুরেন্টটি খুললে সাধারণ যাত্রীদের সুবিধাই হবে। বিশেষ করে রাতের দিকে দূরপাল্লার ট্রেন ধরতে আসা যাত্রীদের খাবারের সমস্যা অনেকটাই কমবে। যাত্রীদের একাংশ জানিয়েছেন, যত দ্রুত রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ও আইআরসিটিসি র মধ্যে চুক্তি অনুযায়ী সমস্যা সমাধান হবে ততই ভাল।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---