ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগামী ১জানুয়ারি থেকে অনুষ্ঠান, সমাবেশ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য খুলে দেয়া হচ্ছে বর্ধমানের ঐতিহ্যবাহী বংশগোপাল টাউন হল ময়দানের পূর্ব দিকের খোলা মঞ্চ। মঙ্গলবার বর্ধমান পুরসভার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য দীর্ঘ নয় বছর ধরে এই খোলা মঞ্চ সাধারণের ব্যবহারের ক্ষেত্রে বন্ধ ছিল।
বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান, “আগামী ১ লা জানুয়ারি থেকে এই মঞ্চটি খুলে দেওয়া হবে। টাউন হলের ভিতরের অংশের কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। বর্ধমানের সংস্কৃতি চর্চা, রাজনৈতিক সমাবেশ ও অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” পুরসভা সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের ফলে এরপর এই খোলা মঞ্চে ভাড়ায় যেকোনও ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সুযোগ খুলে গেল সর্বসাধারণের কাছে।
পুরসভা সূত্রে জানাগিয়েছে, টাউন হল ময়দানের পুব দিকের এই খোলা মঞ্চের সামনের মাঠে সৌন্দর্য্যায়নের কাজ করা হয়েছিল। মঞ্চ সংলগ্ন মাঠে নতুন ঘাস লাগানো হয়েছিল। সেই সময় থেকেই মাঠের ঘাস নষ্ট হওয়ার আশঙ্কায় এই মঞ্চে অনুষ্ঠানের অনুমতি দেওয়া বন্ধ রেখেছিল পুর কর্তৃপক্ষ। কিন্তু, সম্প্রতি বর্ধমান পুরসভার পক্ষ থেকে টাউন হলের ভেতরের অংশের সংস্কারের কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে অনুষ্ঠানের জন্য বাইরের মঞ্চটি খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ।