পশ্চিমবঙ্গ

আচমকা কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড বিয়ে বাড়ির প্যান্ডেল

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: আচমকা কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল বিয়ে বাড়ির প্যান্ডেল। ঘটনাটি ঘটেছে সেহারাবাজার ফাঁড়ির মোগলমারি বাজারে। জানা গিয়েছে, শুক্রবার মোগোলমারি এলাকার বাসিন্দা শেখ জামিনউদ্দিনের মেয়ের বিয়ে। সেই উপলক্ষে আত্মীয়-স্বজন থেকে শুরু করে সবাই এসে গিয়েছে বিয়ে বাড়িতে। সাধ্যমত প্যান্ডেল করে আত্মীয়-স্বজনদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন মোগলমারিতেই। কিন্তু তাতেই বাধ সাধলো আচমকা আসা কালবৈশাখী।

বিজ্ঞাপন

 

শুক্রবার ভর দুপুরে কিছুক্ষণের কালবৈশাখী ঝড়ে রীতিমতো লন্ডভন্ড হয়ে গেল বিয়ে বাড়ির সবকিছুই। একদিকে বিয়ে বাড়িতে আত্মীয়-স্বজনের ভিড়, তার উপরে আবার ধূলিসাৎ হয়ে গিয়েছে প্যান্ডেল। দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের যে ব্যবস্থা করা হয়েছিল সেখানেও মানুষজন ভালোভাবে খেতে পর্যন্ত পারেননি।

কিভাবে পরিস্থিতি সামাল দেবেন সেই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন কন্যাদায়গ্রস্থ পিতা জামিনুদ্দিন থেকে পরিবারের সকলেই। রাতে আবার হাজার দুয়েক নিমন্ত্রিতদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। তারই বা কি ব্যবস্থা এতো তারাতারি করা যাবে সেটাই ভেবে কুলকিনারা পাচ্ছেন না সকলেই।

Advertisement