জলের পাইপ চুরি চক্রের সাত দুষ্কৃতী কে গ্রেপ্তার করলো দেওয়ানদিঘী থানার পুলিশ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: জল প্রকল্পের কাজে নিযুক্ত ঠিকাদারের আওতা থেকে পাইপ চুরির ঘটনায় পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী থানার পুলিশ বড়সড় সাফল্য পেলো। কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ থেকে সাত দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো। ধৃতদের মধ্যে দুজন কলকাতার বাসিন্দা, দুজন হাওড়া জেলার ও বাকি তিনজনের বাড়ি মুর্শিদাবাদ জেলায় বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। ধৃতদের হেফাজতে নিয়ে এই পাইপ চুরি চক্রের সঙ্গে আরো কারা যুক্ত রয়েছে তার তদন্ত করা হবে বলেও মঙ্গলবার পুলিশ সুপার আমনদীপ সিং জানিয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার জানিয়েছেন, গত ১আগস্ট এবং ১৪আগষ্ট দেওয়ানদিঘী থানায় দু’টি কেস রেজিস্টার হয়। সুপ্রিতি কনস্ট্রাকশনের পক্ষ থেকে এই পাইপ চুরির অভিযোগ জানানো হয়েছিল। তারা পিএইচই পাইপ লাইনের কাজ করছিল। সেখানে সরকার থেকে ডিআই পাইপ সাপ্লাই করা হয়েছিল। অভিযোগ, কাজের জায়গা থেকে মোট ২৩ টি এবং ২১ টি পাইপ চুরির অভিযোগ করা হয়। অভিযোগ জমা পড়ার পরেই দেওয়ানদিঘী থানার ওসি বুদ্ধদেব ঢুলির নেতৃত্বে একটি টিম চুরির ঘটনার তদন্ত শুরু করে। এই দলে ছিলেন এসআই আনোয়ার হোসেন, এএসআই কাকন কুন্ডু, কনস্টেবল মুন্সি মোজারুল হক, রনি মোল্লা ও আরো অনেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে একটি সন্দেহজনক কন্টেইনার কে ধরা হয়, পাশাপাশি গাড়িটির চালককেও গ্রেপ্তার করা হয়। পরে গাড়িটির মালিকের কাছ থেকে সেটিকে বাজেয়াপ্ত করা হয়। একইসাথে কন্টেইনারের মালিককেও গ্রেপ্তার করা হয়। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে পাইপ গুলো চুরি হয়ে গিয়েছিল সেইগুলো হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত দেবীপাড়া বলে একটি জায়গা সেখানে গোডাউনে খালি হয়েছিল। সেই গোডাউনে অভিযান চালিয়ে মোট ১৭০ টি পাইপ উদ্ধার করা হয়। সেখান থেকে দুটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় ফের আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মুর্শিদাবাদ থেকে এই চুরির মূল পান্ডা তাজমহম্মদ শেখ কে এরেস্ট করা হয়। তার আরও দুজন সঙ্গীকেও অ্যারেস্ট করা হয়।

মঙ্গলবার জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানিয়েছেন, এই পাইপ চুরি চক্রের জাল কোথায় কোথায় ছড়িয়ে আছে তার জোরদার তদন্ত শুরু করা হয়েছে। এর আগে কেতুগ্রাম ও নাদনঘাট থানাতেও পাইপ চুরির অভিযোগ জমা পড়েছিল। এবার ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িতদের খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

আরো পড়ুন