ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: আবারও পথে নামলেন মেমারির ক্ষতিগ্রস্ত আলুচাষীরা। এবার আরো সংগঠিত ভাবে আন্দোলন শুরু করল ক্ষতিগ্রস্থ আলু চাষীরা। রসুলপুর কৃষি সংহতি মঞ্চ নামে ব্যানার কে সামনে রেখে ক্ষতিপূরণের দাবিতে এদিন বিকেলে ফের জিটি রোড অবরোধ করে দেয় প্রায় ২৫টি গ্রামের ক্ষতিগ্রস্থ চাষীরা।
বিজ্ঞাপন
প্রসঙ্গত প্রায় ১১মাস পেরিয়ে গেলেও রসুলপুরের তিরুপতি কোল্ড স্টোরেজের গাফিলতিতে মেমারি, রসুলপুরের ২৫টি গ্রামের আলুচাষীরা তাদের ক্ষতিপূরণ পায়নি বলেই অভিযোগ। বুধবার সেই ন্যায্য ক্ষতিপূরণের দাবীতে আবার জিটি রোড অবরোধ করে মালিক ও প্রশাসনের কাছে জবাব চাইছেন ক্ষতিগ্রস্ত আলু চাষীরা। রাস্তা অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী।