festival

রাজ্যে পুজোর আগে দাম বাড়ছে না মদের !

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: সুরাপ্রেমীদের জন্য সুখবর। পুজোর আগে আপাতত দাম বাড়ছে না মদের। সম্প্রতি রাজ্যের আবগারি দপ্তর জানিয়েছিল ১৫ সেপ্টেম্বর থেকে দেশি ও বিদেশি মদের দাম বাড়তে চলেছে। তবে সূত্রের খবর, পুজোর পরই দাম বাড়ানোর পক্ষে রাজ্যের আবগারি দফতর। মূলত দেশি মদের ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত, দেশে প্রস্তুত বিদেশি মদের ক্ষেত্রে ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা ছিল। আপাতত তা স্থগিত রাখা হচ্ছে। আরো একটি সম্ভাবনার প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে, পুজোর আর বেশি দেরি নেই। এতো কম সময়ে নতুন দামের মদ সর্বত্র সরবরাহ করা এবং পুরনো স্টক শেষ করা নিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার।

তবে পুজো মিটলেই দাম বাড়বে তেমনটাই মত আবগারি দফতরের আধিকারিকদের। প্রসঙ্গত গত বছর পুজোর মরশুমে রেকর্ড বিক্রি হয়েছিল মদের। ৬০০ কোটি টাকারও বেশি মুনাফা করেছিল রাজ্যের আবগারি দফতর মদ বিক্রি করে। ফলে এবারও রাজস্ব বাড়ানোর এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না রাজ্য বলেই ওয়াকিবহাল মহল মনে করছে।

এরই মধ্যে মঙ্গলবার আবগারি কমিশনার বেআইনি চোলাই মদ বিক্রির বন্ধে পুলিশ ও আবগারি দফতরকে যৌথ অভিযানে নামার জন্য জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকের মূল এজেন্ডা ছিল বেআইনি মদ বিক্রির সঙ্গে রাজ্য সরকারের রাজস্ব লোকসানের দিকটি। পাশাপাশি সাধারণের জীবনের ঝুঁকির বিষয়টি থেকে যায়। সম্প্রতি পূর্ব বর্ধমান ও হাওড়ায় বিষ মদ থেকে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে পুজোর আগেই দেশি মদের দাম বাড়ালে এই ধরনের ঘটনা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা রয়েছে। যদিও মদের দাম বাড়ানোর ঘোষণার পর তার পরিবর্তনের কোনো বিজ্ঞপ্তি এখনও আবগারি দপ্তর থেকে পাওয়া যায়নি। তবে সূত্র মারফৎ এমনটাই জানা গেছে পুজোর পরই রাজ্যে মদের দাম বাড়ানোর বিষয়টি লাগু হতে পারে।

Recent Posts