---Advertisement---

মোটর ভ্যানের ধাক্কায় ফের ভাঙল মেমারির রেলগেট, ক্ষোভ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: কখনো টোটোর ধাক্কা আবার কখনো মোটর ভ্যানের ধাক্কা, বারবার রেলগেট ভেঙে চরম সমস্যায় পড়তে হচ্ছে মেমারি বাসীকে। সোমবার সকাল ১১টা নাগাদ মেমারি ৩৩ নম্বর রেলগেট টি খোলার সময় হঠাৎ একটি মোটর ভ্যান গেটে ধাক্কা মারলে গেটটি ভেঙে যায়। ফলে ফের তীব্র যানজটের সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। রেলগেট ভাঙ্গার ফলে জি টি রোডের উপর গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে রেল আধিকারিকরা এসে ভাঙ্গা গেটটি মেরামত করার চেষ্টা করছে। এই রেলগেটটিতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ফ্লাইওভারের। বারবার দুর্ঘটনার ফলে প্রায়ই কাজের দিনে অকারণে প্রচুর সময় নষ্ট হয় মানুষের বলে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। এখন দেখার বিষয়, রেল ও রাজ্য প্রশাসন মানুষের এই ভোগান্তির কবে অবসান করে।

 

See also  বৃদ্ধ দম্পতির ওপর প্রাণঘাতী হামলা জামালপুরে, মৃত বৃদ্ধা, বীরভূম ও জামালপুর থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---