জেলা

গলসিতে আন্ডারপাশের দাবীতে বন্ধ হল সড়ক সম্প্রসারণের কাজ

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: গলসির মথুরাপুরে আন্ডারপাশের দাবীতে সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করলো গ্রামবাসীরা। জানা গেছে, ইতিমধ্যেই গলিগ্রাম, ভাসাপুর, মথুরাপুর এই তিনটি গ্রামের মোড়ে আন্দোলনের জেরে দীর্ঘ কয়েকমাস সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে ছিল। এরপর কয়েকদিন আগে মথুরাপুর ও গলিগ্রামে রাস্তার পাশে নালা তৈরির কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি ঠিকা সংস্থা। এরমধ্যেই স্থানীয় গ্রামবাসীরা জানতে পারেন মথুরাপুরের আন্ডারপাশটি সরিয়ে গলিগ্রাম গুসকরা মোড়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই গ্রামের মানু‌ষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

মথুরাপুর গ্রামের বাসিন্দা প্রশান্ত মিত্র, জয়দেব কর্মকার প্রমুখদের অভিযোগ, ২০১৮সালে এই এলাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ একটি আন্ডারপাশ করার কথা জানিয়েছিল। সেই অনুযায়ী গ্রামের মানুষ জানতো এখানে একটি আন্ডারপাশ তৈরি হবে। কারণ এই এলাকার মধ্যেই রয়েছে স্কুল, স্বাস্থ্য কেন্দ্র থেকে বাজার। বহু মানুষকে প্রতিনিয়ত রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হয়। এখন এই জায়গার আন্ডারপাশ সরিয়ে নিয়ে পাশের গলিগ্রাম এর কাছে যদি হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।

গ্রামবাসীদের অনেকেই দাবি জানান, অন্যান্য জায়গার মতো তাদের মোড়ের আন্ডারপাশটিও গুরুত্বপূর্ণ। তাই সবার আগে মথুরাপুর গ্রামের মোড়ে আন্ডারপাশের কাজ শুরু করতে হবে। এদিকে ঘটনায় চরম বিশৃঙ্খলার জেরে কাজের সাইড ছেড়ে চলে যান ঠিকা সংস্থার শ্রমিকরা। গ্রামবাসীদের দাবি আন্ডারপাশটি না হলে আজীবন সমস্যায় পরবে মথুরাপুর ও অনুরাগপুর গ্রামের কয়েকহাজার সাধারণ মানুষ।এদিকে আন্ডারপাশ সরিয়ে নিয়ে যাবার বিষয়টি নিয়ে গলিগ্রাম ও মথুরাপুর দুটি পাশাপাশি গ্রামের মধ্যে বিতর্ক দানা বেঁধেছে। যার ফলে যেকোন সময় গ্রাম দুটির মধ্যে অশান্তি বাঁধার পরিবেশ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Recent Posts