বর্ধমানে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আসন্ন পঞ্চায়েত ভোটে (Panchayet Election) কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেইমতো রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রথম দফায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি দেয়। পড়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে মোট ৮০০কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়।ইতিমধ্যেই ২২কোম্পানি ফোর্স রাজ্যে এসে পৌঁছেছে। আরো ৩১৫ কোম্পানি বাহিনী দিতে পারবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য কে জানিয়েছে। অর্থাৎ মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত ভোটে আসতে চলেছে বলে খবর। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বাহিনীর টহল শুরু হয়েছে।

 

সোমবার ভোরে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছল এক কোম্পানি (১০০জন) কেন্দ্রীয় বাহিনী। আরো ১৯কোম্পানি বাহিনী আসার খবর পাওয়া গেছে। এদিন সকাল থেকেই সরাইটিকর পঞ্চায়েতের খাগড়াগড় এলাকায় শুরু হল রুট মার্চ। এদিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এলাকার সাধারন মানুষকে আশ্বস্ত করতে হাজির ছিলেন জেলা পুলিশের আধিকারিক রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। এদিন জাওয়ানরা গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে সুনিশ্চিত করছেন নিরাপত্তার বিষয়গুলিও। পঞ্চায়েত ভোটে যাতে কোনওরকম অশান্তির পরিবেশ তৈরি না হয়, তার জন্য আশ্বস্ত করছেন গ্রামবাসীদের।

নির্বাচন কমিশনের নির্দেশে, যে জেলাগুলিতে বাহিনী পৌঁছে গিয়েছে সেখানে রুট মার্চ শুরু করে নির্দেশ রয়েছে। মনোনয়ন পর্বে বা অতীত অভিজ্ঞতা থেকে স্পর্শকাতর এলাকায় রুটমার্চ শুরু করতে বলা হয়েছে কমিশনের তরফ থেকে। সূত্রের খবর, কমিশনের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি পুলিশ জেলার এসপি, সিপিদের জানিয়েই রুটমার্চ শুরু করা হচ্ছে।

Recent Posts