জেলা

জলে ডুবে মৃত্যু হল কলেজ ছাত্রের, শোকস্তব্ধ গ্রাম

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল প্রথম বর্ষের এক কলেজ ছাত্রের। তার নাম মুসকান আলী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়না থানার অন্তর্গত বহরমপুর, দক্ষিণপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে যে, এদিন কলেজ থেকে বাড়ি ফিরে সাড়ে তিনটে নাগাদ স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় মুসকান। পুকুরে স্নান করতে গেলেও সাঁতারের বিষয়ে খুব একটা অভিজ্ঞ ছিল না মুসকান আলী। স্নান করতে গিয়ে হঠাৎই জলে তলিয়ে যেতে শুরু করে সে।

সেই সময় বাঁচার জন্য জলের ভিতর থেকে সে হাত ছোড়াছুড়ি করছিল। গ্রামেরই এক মহিলা এই দৃশ্য দেখতে পেয়ে কয়েকজনকে ডেকে আনেন। সঙ্গে সঙ্গে এক ব্যক্তি জলে ঝাঁপ দিয়ে মুসকান কে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু পুকুরের গভীরতা বেশি থাকার কারণে ডুবন্ত যুবকের হাত ধরে পুকুর থেকে টেনে তুলে আনতে রীতিমত বেগ পেতে হয় তাকে। আরো কয়েকজনকে ডাকাডাকি করে ফের চেষ্টা চালানো হয়। কিন্তু শেষমেষ সেই সময় হাত ছেড়ে তলিয়ে যায় মুসকান আলী। খবর পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। জেলেদের খবর দিলে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানোর পর ওই যুবককে প্রথমে পাওয়া না গেলেও দ্বিতীয়বারে সফল হন।

খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবককে রায়নার মহেশবাটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় মুসকানের।
জানা গিয়েছে মুসকান আলী মেমারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ভালো ছিল সে। ব্যাডমিন্টন খেলায় পুরস্কার পেয়েছে সে। সম্প্রতি চেন্নাইয়ে খেলে ফিরেছে। পরিবারের একমাত্র ছেলে ছিল সে। স্বাভাবিকভাবেই একমাত্র ছেলের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন পরিবার সহ এলাকাবাসী। শোকস্তব্ধ গোটা গ্রাম।

Recent Posts