দলবিরোধী বক্তব্যের জন্য বহিষ্কার করা হল তৃণমূলের নেতাকে,আলোড়ন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের ব্লক সভাপতি দের তালিকা ঘোষণার আগেই শুক্রবার বর্ধমান ২ ব্লকের কিষান ক্ষেত মজুর সংগঠনের সভাপতি শেখ মহসিন শক্তিগড়ে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক কেই ব্লকের সভাপতি করা উচিত দলের। আর এই সাংবাদিক সম্মেলনের পরেই জেলা জুড়ে তৈরি হয় বিতর্ক।

বিজ্ঞাপন

দলেরই এক শাখা সংগঠনের নেতা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলায়, এবং দল কাকে ব্লক সভাপতি মনোনীত করবে সেই তালিকা ঘোষণার আগেই মন্তব্য করায় শেখ মহসিন কে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হল। জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, দল বিরোধী কাজের জন্য শেখ মহসিন কে ৫ বছরের জন্য বহিষ্কার করা হল দল থেকে।

উল্লেখ্য, বর্ধমান ২ ব্লকের কিষান ক্ষেতমজুর সভাপতি শেখ মহসিন সাংবাদিক সম্মেলনে বলেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর ব্লকে তৃণমূল কংগ্রেসের কার্যালয় খোলার মতো কোনো নেতা ছিল না। সংগঠন সমলানোই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে নিশীথ মালিকের নেতৃত্বে দল ঘুরে দাঁড়িয়েছে। তাই তাঁর মনোনীত বা তাঁকেই ব্লক সভাপতি করার দাবি জানান তিনি। এই বক্তব্যের পরই এবং দল বিরোধী কাজের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হল শনিবার বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে শেখ মহসিন কে দলের এই সিদ্ধান্তের বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন,” যে বা যারা গত বিধানসভা নির্বাচনের আগে খোদ দলের বিরোধিতা করতে নেমেছিলেন তাদের যদি দলের কোন পদে নিয়ে আসা হয় তাহলে বর্ধমান ২ব্লকের আমরা অনেকেই দলত্যাগ করবো। এই বিষয়ে ইতিমধ্যেই দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক কে এবং পূর্ব বর্ধমান জেলার দলের সভাপতি কে আমদের সিদ্ধান্তের কথা লিখিত ভাবে জানিয়েছি। আমরা আগামী ৩০তারিখ পর্যন্ত দেখবো, তারপর যা সিদ্ধান্ত নেবার নেবো।” যদিও তাঁকে বহিষ্কারের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।

আরো পড়ুন