বর্ধমানে পঞ্চায়েত অফিসের মধ্যেই এলসিডি লাগিয়ে দেখানো হল দিল্লির আন্দোলন, বিতর্ক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: একশ দিনের কাজের বকেয়া ও আবাস যোজনার টাকা আদায়ে দিল্লিতে গিয়ে আন্দোলনে সামিল হয়েছেন তৃণমূলের রাজ্য নেতৃত্বের পাশাপাশি প্রতিটি জেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। আর সেই রাজনৈতিক কর্মসূচির লাইভ টেলিকাস্ট এলাকার মানুষ কে দেখানোর জন্য সরকারি টাকায় খোদ পঞ্চায়েত অফিসকেই ব্যবহার করার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ১পঞ্চায়েত অফিসের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বিরোধী রাজনৈতিক দলের অনেকেরই অভিযোগ, শাসক তৃণমূলের নেতা কর্মীদের পক্ষে সবই সম্ভব। এরা কেউই কোনো নিয়ম নীতি মানেন না। এই ঘটনাই তার প্রমাণ। প্রসঙ্গত মঙ্গলবার দিল্লীতে তৃণমূলের রাজনৈতিক অনুষ্ঠানের কর্মসূচি দিনভর বৈকন্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের অফিসের নিচে এলসিডি লাগিয়ে দেখানো হয়েছে। এমনকি এলসিডির নিচে কাগজে লেখাও ছিল ‘ সৌজন্যে – বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েত’। এলাকার তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ সবাই রীতিমত চেয়ারে বসে বড় এলসিডি পর্দায় দিল্লির আন্দোলন কর্মসূচি দেখেছেন।

পঞ্চায়েত অফিসের নিচেই এই ধরনের রাজনৈতিক কর্মসূচি কিভাবে সম্ভব সেই বিষয়ে পঞ্চায়েত প্রধান রাখি সাঁতরা কে বারবার ফোন করা হলেও তিনি ফোন বন্ধ রাখায় কোন উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘ তিনি বিষয়টি জনার পর প্রধানকে ফোন করলে প্রধান তাঁকে জানিয়েছেন, এদিন অফিসের বাইরে একটি অনুষ্ঠান চলছিল, বৃষ্টি পড়ার জন্য সেটিকে পঞ্চায়েত অফিসের নিচে নিয়ে আসা হয়।’ যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানতোর।

আরো পড়ুন