ক্রাইম

মেমারিতে ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুপক্ষের বচসা, চললো গুলি, আলোড়ন

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: এলাকায় ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসার মধ্যেই চললো গুলি। মঙ্গলবার সকালে আচমকা এই গুলি চালানোর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াল মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের মগলামপুর গ্রামে। জানা গেছে, মগলামপুর গ্রামের অশোক বিশ্বাস তার বাড়ির সামনে একটি জল নিকাশি ড্রেন তৈরি করতে গেলে তারই প্রতিবেশী বিপ্লব সাধুখাঁ বাধা দিতে আসে। সেইসময় তারা একে অপরের মধ্যে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। ঠিক সেই সময় বিপ্লব সাধুখাঁর ছেলে রাজিব সাধুখাঁ হঠাৎ ঘর থেকে তাদের লাইসেন্স প্রাপ্ত দোনালা বন্দুক বার করে গুলি চালিয়ে দেয়।

অল্পের জন্য রক্ষা পায় অশোক বিশ্বাসের পরিবার। সাত সকালে হঠাৎ গ্রামে গুলির আওয়াজে প্রতিবেশীরা ছুটে আসে। আচমকা এই গুলি চালানোর ঘটনায় গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবেশীরা মেমারি থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই দোলালা বন্দুক ও একটি টাঙ্গী উদ্ধার করে। এই ঘটনায় বিপ্লব সাধুখাঁ এবং তার ছেলে রাজীব সাধুখাঁকে পুলিশ থানায় নিয়ে যায়। যদিও গুলি চালানোর ঘটনায় এখনও কোন অভিযোগ থানায় জমা পড়েনি বলেই থানা সূত্রে জানা গেছে। আরও জানা যায় বিপ্লব সাধুখাঁর ছেলে রাজিব সাধুখাঁ  উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এদিকে সামান্য এক ড্রেন করাকে কেন্দ্র করে গুলি চালানোর মতো ঘটনায় হতবাক এলাকার মানুষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Recent Posts