প্রলয়ংকর কালবৈশাখীর তাণ্ডবের শিকার রমনা বাগানের দুটি সম্বর হরিণ, ধরাশায়ী শতাধিক গাছ, ক্ষতিগ্রস্ত একাধিক এনক্লোজার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মঙ্গলবার বিকেলে প্রলয়ংকর কালবৈশাখীর তান্ডবে গাছ ভেঙে চাপা পরে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে রমনা বাগান মিনি জু-য়ের দুটি সম্বর হরিণের। বুধবার মৃত হরিণ গুলোর ময়না তদন্ত করানো হয়। বন বিভাগ সূত্রে জানানো হয়েছে, সাম্প্রতিক অতীতে রমনা বাগানে গাছ ভেঙে পশু মৃত্যুর কোন ঘটনা ঘটেনি, তবে এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই মন খারাপের পরিবেশ রমনা বাগানের আধিকারিক থেকে বন কর্মীদের মধ্যে।

বিজ্ঞাপন

পাশাপাশি অজস্র গাছ ( শাল, সেগুন প্রভৃতি) ঝড়ের দাপটে ভেঙে পড়েছে অভয়ারণ্যের ভিতরে। গাছ ভেঙে পড়েছে ফরেস্টের ভিতরে থাকা প্রকৃতি বিক্ষণ কেন্দ্রের মাথায়। ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রের কংক্রিটের ছাদ। পাশেই একটি কয়েক কোটি বছরের পুরোনো জীবাশ্ম কে ঘিরে রাখা রেলিংএর উপর গাছ ভেঙে পড়ায় সেটিরও ক্ষতি হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। দুটি পূর্ণ বয়স্ক সম্বর হরিণের মৃত্যু হলেও জু এর ভিতরে থাকা অন্যান্য পশু পাখির কোন ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন বিভাগীয় বনাধীকারিক নিশা গোস্বামী।

তিনি জানিয়েছেন, ‘জু-য়ের ভিতরে প্রচুর গাছ থাকায় গতকাল ঝড়ের সময় একপ্রকার তাণ্ডব চলেছে। স্পটেড ডিয়ার এর এনক্লোজারের উপর গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে এনক্লোজারটির। এছাড়াও কুমিরের এনক্লোজারের ওপর গাছ ভেঙে পড়ে ক্ষতি হয়েছে। অন্যান্য পশু পাখিদের এনক্লোজারের উপরেও গাছ ও গাছের ডাল ভেঙে পড়েছে। তবে ঝড়ের সময় বেশিরভাগ পশু পাখি এনক্লোজারের ভিতরে থাকায় তাদের ক্ষয়ক্ষতি হয়নি।’

নিশা গোস্বামী জানিয়েছেন, ‘ঝড়ে গাছ ভেঙে রমনা বাগানের ভিতর বন দপ্তরের আবাসনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা গতকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নেমে পড়েছি। ভেঙে পড়া গাছ রাস্তা ও এনক্লোজার গুলোর সামনে থেকে সরিয়ে পরিষ্কার করার কাজ চলছে। বুধবার রমনা বাগান মিনি জু সম্পূর্ন বন্ধ রাখা হয়েছে। আগামীকাল এমনিতেই সাপ্তাহিক বন্ধ থাকে। আশা করছি শুক্রবার থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে।’

আরো পড়ুন