---Advertisement---

পানীয় জল, রাস্তা, ও বাংলার বাড়ি প্রকল্পের একাধিক দুর্নীতি নিয়ে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পানীয় জল, রাস্তা, ও বাংলার বাড়ি প্রকল্পে একাধিক দুর্নীতি নিয়ে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা। মঙ্গলবার এই ঘটনায় আলোড়ন ছড়াল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

বিজ্ঞাপন

জানা গেছে আঝাপুর গ্রাম পঞ্চায়েতের কেরিলি, ইট খোলাপাড়া, বাংলা পাড়া,মোহনপুর, নবগ্রাম, আঝাপুর সহ বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি কল থাকলেও বিকল হয়ে রয়েছে সেই কলগুলো। কল গুলোকে বারবার সারানোর কথা পঞ্চায়েত প্রধান থেকে স্থানীয় সদস্যকে জানালেও কর্ণপাত করেনি কেউই। দীর্ঘদিন ধরে ভয়ানক জলকষ্টে ভুগছেন এলাকার মানুষেরা।

গ্রামবাসীদের আরো অভিযোগ, এই সমস্ত গ্রামগুলোর অনেক রাস্তা রয়েছে যে রাস্তা গুলোর অবস্থা বেহাল, সামান্য বৃষ্টিতে কাদা জমে যায়। রাস্তা দিয়ে স্কুলে যেতে পারে না ছাত্রছাত্রীরা। বিপদে এলাকায় ঢুকতে পারেনা এম্বুলেন্স সহ যানবাহন। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েন এলাকার মানুষেরা।

এরই পাশাপাশি বিক্ষোভকারীদের অনেকেরই অভিযোগ, সরকারি ঘর পাওয়ার যোগ্য হলেও মিলছে না সরকারি ঘর। স্বজনপোষণেরও অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের থেকে। ফলে এদিন একাধিক দাবি নিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন। পরে পুলিশ ও আধিকারিকরা উপস্থিত হয়ে দ্রুত দাবিগুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

See also  খন্ডঘোষে মুখোমুখি সংঘর্ষ দুটি বালির গাড়ির, অল্পের জন্য প্রাণে রক্ষা চালকের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---