---Advertisement---

পুলিশি ঝঞ্ঝাট থেকে বাঁচতে বেপরোয়া লরি, বৃদ্ধার হাতের উপর দিয়ে চলে গেল চাকা, অবরোধ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় বেপরোয়া লরির ধাক্কায় এক বৃদ্ধার প্রাণ সংশয় হয়ে পড়ল। বৃদ্ধার একটি হাতের উপর দিয়ে চলে গেল লরির চাকা। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে রায়না থানার বাঁকুড়া মোড়ে। আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মী রায় নামে ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধা কে তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক লরিটি কে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনার পরই ক্ষিপ্ত এলাকাবাসী বার্ধমান বাঁকুড়া রোড অবরোধ করে দেয়। পরিস্থিতি সামাল দিতে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বৃদ্ধার নাতি সন্তোষ রায় অভিযোগ করেছেন, যেখানে সকাল ৮থেকে ভারী গাড়ি আটকানোর কথা পুলিশের, তার জায়গায় সকাল ৬টা থেকেই পুলিশ বাঁকুড়া মোড়ে গাড়ি আটকাতে শুরু করে দিচ্ছে। ফলে পুলিশের খপ্পর থেকে পালাতে অনেক গাড়িই বেপরোয়াভাবে যাতায়াত করছে। ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিকদের নজরদারির অভাবেই এই ধরনের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, দুর্ঘটনা রোধে ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সিসি ক্যমেরার মুড়ে ফেলা হয়েছে বাঁকুড়া মোড় এলাকা। অভিযোগ বাঁকুড়া মোড়ে ট্রাফিক ডিউটিতে থাকা কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা বেশিরভাগ সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকে। ফলে বর্ধমানের দিক থেকে বাঁকুড়ামুখী গাড়িগুলো বিপজ্জনক ভাবে বাঁক নিয়ে দ্রুত গতিতে যাবার চেষ্টা করে। আর এর জন্যই প্রায়ই বিপদের মুখে পড়ছেন সাধারণ মানুষ। অবিলম্বে পুলিশ এই জায়গায় গাড়ির গতি নিয়ন্ত্রণে পদক্ষেপ না করলে এবার বড়সড় আন্দোলনে নামবে এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসীরা বলেই একাংশ জানিয়েছেন।

See also  বর্ধমান রেলস্টেশন এলাকায় নাবালিকা ধর্ষনের অভিযোগ, আটক অভিযুক্ত নাবালক, তদন্তে পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---