রাজনীতি

পঞ্চায়েত ভোটে জিতেই দলবদল, কালনায় তৃণমূলে যোগদান সিপিএম প্রার্থীর

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: কালনার কাঁকুরিয়া পঞ্চায়েতের সহজপুরের ১৬৯ সংসদ থেকে সিপিএমের হয়ে গ্রাম পঞ্চায়েতের আসনে ভোটে দাঁড়িয়েছিলেন গীতা হাঁসদা। মঙ্গলবার ফল ঘোষণার পর তার নিকটবর্তী তৃণমূলের প্রার্থীর থেকে ২৩টি ভোট বেশি পেয়ে এই আসনটি থেকে জিতেও গেলেন গীতা হাঁসদা। কিন্তু বাকি গণনা চলাকালীনই সেই সিপিআইএমের প্রার্থীই দল পাল্টে যোগ দিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে রাজ্য জুড়ে। 

এই পঞ্চায়েতে মোট ১৮ টি আসনের মধ্যে তৃণমূল ১৭ টি আসনেই জয় ছিনিয়ে নেয়। সিপিএমের দখলে থাকে একটিমাত্র আসন। কিন্তু এদিন গননা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তৃণমূলের যোগদান করেন গীতা হাঁসদা।

এই বিষয়ে গীতা হাঁসদা বলেন, ‘আগে আমি তৃণমূলটাই করতাম। কিছু রাগের কারণে সিপিএম এ যোগদান করেছিলাম। তাই ফের তৃণমূল কংগ্রেসেই ফিরে এলাম। গ্রামের উন্নয়নের কাজ করতে গেলে শাসক দলের সঙ্গেই থাকতে হবে।’ যদিও চাপের কারণে সিপিএম থেকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন – বামেদের এই দাবি অবশ্য মানতে নারাজ রাজ্যের শাসক দল।

Recent Posts