পশ্চিমবঙ্গ

আজ রাতে চোখ রাখুন আকাশের দিকে, ফের বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: মহাকাশে চাঁদ  শুক্রের সহবস্থানের পর ফের বিশ্ববাসী সাক্ষী হতে চলেছে আরেক মহাজাগতিক বিরল দৃশ্যের। আজ অর্থাৎ মঙ্গলবার রাতের আকাশে এক সরলরেখায় দেখা যাবে ৫টি গ্রহকে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং ইউরেনাসের মহামিলন ঘটতে চলেছে (Parade of Planets)। মহাকাশ বিজ্ঞানীদের মতে, এ এক আশ্চর্যজনক মিলন হতে চলেছে। এমন বিরল এবং অভুতপুর্ব দৃশ্য দেখার জন্যে অপেক্ষায় বিশ্ববাসী।

বিজ্ঞাপন

পৃথিবী থেকে এমন মহাজাগতিক দৃশ্য বিরল বলা চলে। পৃথিবীর নিকতবর্তী গ্রহ মঙ্গল, বুধ এবং শুক্রের সঙ্গে এক সারিতে এদিন এসে যোগ দেবে বৃহস্পতি এবং ইউরেনাসের মত দূরবর্তী এবং বৃহদাকার গ্রহ। সূর্যাস্তের পরেই আকাশে পাঁচ গ্রহের মহামিলন ঘটবে বলেই জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। সন্ধ্যার আকাশে ৭:৩০ টার দিকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের আকার এবং উজ্জ্বলতার কারণে তাঁদের খালি চোখেই দেখা যাবে। কিন্তু বুধ এবং ইউরেনাসকে খালি চোখে চিহ্নিত করা জটিল হতে পারে। সন্ধ্যার আকশে ওই গ্রহ দুটিকে দেখার জন্যে আপনি দূরবীন ব্যবহার করতে পারেন।

তথ্য ও ছবি: সংগৃহীত ইন্টারনেট

Advertisement